ওয়ার্ক ফর্ম হোম হোক বা ওয়ার্ক ফর্ম অফিস, সাত সকালে নিত্য নতুন খাবার বানানো সত্যি ঝকমারি কাজ। ব্রেকফাস্ট বলে কথা, তাও আবার এই একদিকে করোনাভাইরাস অন্যদিকে বর্ষাকালের রোগব্যাধি! এত সাত পাঁচ ভেবে খাবারে নিউট্রিশন ভ্যালু বজায় রেখে খাবার বানাতে গিয়ে রোজই কালঘাম ছুঁটে যায় প্রায় সকলেরই। তাই চটজলদি স্বাদ ও স্বাস্থ্যে পরিপূর্ণ একটা ব্রেকফাস্ট রেসিপি হলে মন্দ হয় না। যেমনন কথা! তেমনি কাজ, রেসিপি অফ দ্য ডে তে আজকে রইল “হট চকোলেট স্মুদি উইথ ওটি ট্যুইস্ট”।
উপকরণ
বানানোর বিধি