করোনা অতিমারির কারণে নতুন করে প্রাসঙ্গিক হয়েছে রূপচর্চায় প্রাকৃতিক উপকরণের ব্যবহার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ঘরোয়া টোটকা বেশ ধৈর্য্য নিয়েই কাজে লাগিয়েছেন অনেকে। কিন্তু জীবন চেনা ছন্দে ফিরতেই হাজারো ব্যস্ততায় রূপচর্চায় ঘরোয়া টোটকা ব্যবহারের আর সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় প্রাকৃতিক উপকরণ জোগাড় করে ফেস প্যাক কিংবা হেয়ার প্যাক তৈরি করতে হাতে অনেকটা সময় রাখতে হচ্ছে। এদিকে বাজারের নামী দামী বিউটি প্রোডাক্টে তেমন অবস্থা নেই। এই দলে যদি আপনিও পড়েন। তা হলে আলুর মতো একেবারে সহজলভ্য প্রাকৃতিক উপকরণ দিয়ে এভাবে করুন ত্বকের পরিচর্যা।
নিত্যদিনের স্ট্রেস ক্লান্তি কিংবা রোদে পোড়া ত্বকে নতুন করে প্রাণের সঞ্চার করতে এই ভাবে আলু দিয়ে তৈরি করুন এই ফেস প্যাক।
উপকরণ
একটি পাত্রে এই তিনটে উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। মুখ শুকিয়ে গেলে এই প্যাক জল দিয়ে ধুয়ে নিন। তরতাজা হয়ে উঠবে ত্বক।
নানা কারণে কালি জমে চোখের কোলে। অনেক সময় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে ঘুমের অনিয়ম কিংবা রোদে পোড়া কিংবা ক্লান্তি ও স্ট্রেস। শারীরিক সমস্যার ক্ষেত্রে চিকিত্সার পাশাপাশি এই ফেস প্যাক ব্যবহার করলে সুবিধে মিলবে।
উপকরণ
এই দুটি উপকরণের রস ভাল ভাবে মিশিয়ে তুলোর সাহায্য ডার্ক সার্কেলের ওপর লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিন।
ব্রণর সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কাজে লাগান আলুর তৈরি এই ফেস প্যাক।
উপকরণ
প্রথমে আলু মিক্সিতে মিহি করে পিষে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্টে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে এই মিশ্রণ মুখে মেখে নিন। অন্তত কুড়ি মিনিট এই প্যাকে মুখে লাগিয়ে রেখে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।