এ বছর অক্টোবরের গরমকে একেবারে বোল্ড আউট করেছে নিম্নচাপের বৃষ্টি। তাই বৃষ্টি বন্ধ হলেও অক্টোবরের আকাশে রোদের সেই তেজ আর ধরা পড়ছে না। আবহাওয়ার এই বদল অনেকটাই যেন শীতকালের আভাস দিচ্ছে। কে জানে যদি ঝপ করে নেমে যায় তাপমাত্রার পারদ! তাই সময় থাকতেই শীতের ঠান্ডা হাওয়া যাতে ত্বকের জৌলুস ম্লান না করে সেই ব্যবস্থাই করা ভাল। তা কি করবেন? শীতকালে ত্বকের পরিচর্যায় হাজারো রকমের ঘরোয়া উপায় রয়েছে। তবে আপনি সেভাবে কিছু ঠিক করে না থাকলে আপনার জন্যে রইল তিনটি উপকরণের তৈরি দারুন উপকারী এই ময়শ্চারাইজারের রেসিপি।
ময়শ্চারাইজার বানানোর রেসিপিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডায়টিশিয়ান লাভলিন কওর। এতে রয়েছে গোলাপ জল(rose water) ও ভিটামিন ই(vitamin E)-র পুষ্টিকর উপাদান। এই ময়শ্চারাইজার (moisturiser) কীভাবে বানাবেন জেনে নিন-
View this post on Instagram
উপকরণ
গোলাপ জল- ১ টেবিল চামচ
গ্লিসারিন- ৫০ মিলি
ভিটামিন ই ক্যাপসুল- ১টা
বানানোর বিধি
সবকটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। ভাল করে ঝাকিয়ে নিয়ে একটি বোতলে বা কৌটে ভরে রাখুন। এবং প্রয়োজনমত ব্যবহার করুন।
গোলাপ জল ও ভিটামিন ই ক্যাপসুল ও গ্লিসারিন তিনটেই সহজলভ্য। এমনিতে রূপচর্চায় গোলাপ জলের উপকারিতা আমাদের সকলের জানা। মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং মেকআপ পরিষ্কার করতে দুটি ক্ষেত্রেই এই গোলাপ জল ভীষণ ভাল কাজ করে। এছাড়া ক্লেনজার হিসেবে, ন্যাচারাল ডিওডরেন্ট হিসেবে এ রকম চুল ও ত্বকের বেশ কিছু প্রয়োজনে ভীষণ কাজে আসে গোলাপ জল। অন্যদি ত্বকে ম্যাজিকের মত কাজ করে ভিটামিন ই। এ তে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস আছে তাই ত্বক পরিষ্কার রাখা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, ত্বকে জ্বালা বা চুলকানির সমস্যায় কাজে আসে এই ভিটামিন ই। পাশাপাশি সানবার্ন হলে ত্বকের রক্ষা করা, বলিরেখা কম করা এবং ত্বকের কুচকানো ভাব কমিয়ে আনার ক্ষেত্রে ভিটামিন ই দারুণ কাজ করে। এর ফলে গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও ভিটামিন ই মেশালে খুব ভাল কাজ করবে। শীতের দাপট যতই বাড়ুক না কেন আপনার ত্বকের লাবণ্য থাকবে পরিপূর্ণ ।