রোদে পোড়া কিংবা পরিবেশ দূষণ ছাড়াও একাধিক কারণে মুখে পিগমেন্টেশন হতে পারে। এর থেকে রেহাই পেতে বাজার চলতি নানা রকমের সিরাম ও অ্যাসিডের দিকে ঝোকেন অনেকেই। তবে অকারণে পকেট পুড়িয়ে,বাজার থেকে কড়া রাসায়নিকের ব্যবহারে ত্বকের ঝুঁকি না বাড়িয়ে বরং বাড়িতেই প্রাকৃতিক উপকরণ দিয়ে সমস্যার মোকাবিলা করতে পারেন। এই সব উপকরণ নিয়মিত ব্যবহার করলে শুধু যে পিগমেন্টেশনের সমস্যা মিটবে তাই নয় বরং ত্বকের স্বাস্থ্য ভাল হবে, ত্বকের হারানো জেল্লাও ফিরে আসবে।
ত্বকের দাগ ছোপ পরিষ্কার করতে এই ভাবে কাজে লাগান রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় উপকরণগুলি
পিগমেন্টেশনের সমস্যায় আলু খুব ভাল কাজ করে। আলুতে ক্যাটেকোলেসে নামক একটি বিশেষ এনজাইম থাকে। এর স্কিন ব্লিচিংয়ের কার্যকারিতা রয়েছে। ফলে আলু ত্বকের দাগ ছোপ কমিয়ে ত্বককে আগের অবস্থায় বা স্কিন টোনে ফিরিয়ে আনে।
কীভাবে ব্যবহার করবেন
এর জন্য আলুর একটি স্লাইস কেটে ত্বকের যে অংশে দাগ ছোপ রয়েছে তাতে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। আবার চাইলে ১৫ থেকে ২০ মিনিট পুরো মুখেই আলুর ওই স্লাইস দিয়ে মুখে মালিশ করে নিতে পারেন। কুড়ি মিনিট পর মুখ ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।
পেঁপেতে পাপাইন নামক যে এনজাইম রয়েছে তা ত্বক এক্সফোলিয়েট করে এবং ত্বকের যে ন্যাচারাল স্কিন টোন তা বের করে আনতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন
পেঁপের স্লাইস করে মুখে ডলে নিতে পারেন। এটা ন্যাচারল স্ক্রাবারের কাজ করে। আবার চাইলে পেঁপে চটকে নিয়ে মুখে ১৫ থেকে ২০ লাগিয়ে রাখতে পারেন। কুড়ি মিনিট পর মুখে জল দিয়ে ধুয়ে ফেলুন। তফাতটা আপনার চোখে পড়তে বাধ্য।
ন্যাচরাল স্কিন ব্লিচিং এজেন্ট হিসেবে পেঁপের মতো পাতিলেবুরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এতে যে সব স্কিন ব্লিচিং এজেন্ট রয়েছে তা ত্বক থাকা দাগ ছোপ সরিয়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। ব্যবহারের এক সপ্তাহের মধ্যেই পার্থক্য লক্ষ করা যায়।
চুলের জন্য পেঁয়াজের রসের কার্যকারিতা অনেকেরই জানা। তবে ত্বকের ক্ষেত্রেও দারুণ কাজ করে পেঁয়াজ তা হয়ত জানেন না অনেকেই। পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
কীভাবে ব্যবহার করবেন
তাই মুখে ও ঠোঁটে পেঁয়াজের রস ম্যাসাজ করে নিলে ত্বকের নিজস্ব রঙ ফিরিয়ে আনতে সাহায্য করে পেঁয়াজ। পিগমেন্টেশন কালো দাগ ছোপ থেকে রেহাই মেলে।
একে ব্রণ প্রবণ ত্বক তার ওপর আবার পিগমেন্টেশন ও দাগ ছোপের সমস্যা রয়েছে তারা দুধ দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। দুধে যে ল্যাক্টিক অ্যাসিড রয়েছে তা একদিকে ত্বকের রঙ উজ্জ্বল করে এবং অন্যদিকে ব্রণর মোকাবিলা করে।
কীভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে অল্প পরিমাণে হালকা গরম দুখ নিয়ে নিন তাতে তুলো ভিজিয়ে গোট মুখে লাগিয়ে নিন। দশ মিনিট মুখে রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই প্রাকৃতিক উপকরণের কোনও একটি দিয়ে অন্তত দুসপ্তাহ একটানা ব্যবহার করলে উল্লেখ্যযোগ্য তফাত দেখতে পাবেন।