পুজোর দিনগুলো কাটতে না কাটতে যেন হুড়মুড়িয়ে এসে পড়ল শীতকাল। এমনিতে শীতের শহর কলকাতার সৌন্দর্য্যই আলাদা। তবে শীতকাল নিয়ে শুধু নস্টালজিয়ায় ভাসলে চলবে না। মনে রাখতে হবে শীত মানেই তো রুক্ষ ও জৌলুসহীন ত্বক। হিমেল হাওয়ায় ত্বকের আর্দ্রতা যাতে নষ্ট না হয় তাই ত্বকের পরিচর্যায় দিতে হবে বাড়তি নজর। পকেট পুড়িয়ে বাজার থেকে দামী দামী প্রসাধনী সামগ্রী কেনার আগে ব্যবহার করে দেখতে পারেন এই সব ঘরোয়া টোটকা। মনের মতো কাজ যদি না হয় অন্তত জেনে রাখবেন ত্বকের কোনও ক্ষতি হবে না যে ভয়টা রাসায়নিক যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার থাকতে পারে।
শীতকালে ত্বক কোমল রাখে দুধের সর
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দুধের সরের উপকারিতা নতুন করে বলা নিষ্প্রয়োজন। টাটকা দুধের সর দিয়ে নিয়মিত মুখ মালিশ করলে এই শীতে ত্বক ভাল থাকবে। এই নিয়মিত বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।
কেন এত উপকারী আর্গান অয়েল
আর্গান গাছের বীজের নির্যাস এই আর্গান অয়েলের রয়েছে একাধিক উপকারিতা। এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন, এই সব উপাদান ত্বককে শুষ্ক হতে দেয় না ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও ত্বক নরম ও মোলায়েম রাখে।
আরও পড়ুন: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিত্যদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার
ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল
ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল যথেষ্ট জনপ্রিয়। কারন আর্দ্রতা জোগালেও নারকেল তেল ভীষণ হালকা এতে চিপচিপে ভাব নেই। হালকা গরম নারকেল তেল সত্যি ম্যাজিক করতে পারে। নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড ত্বকের রক্ষা করে। তৈলাক্ত ত্বকের সমস্যা না থাকলে চাইলে সারারাত মুখে লাগিয়ে রাখতে পারেন।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অলিভ অয়েল
পুষ্টিতে ভরা অলিভ অয়েল
আরও পড়ুন: ঋতু পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন এইভাবে
অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে। এছাড়াও এই তেলে রয়েছ ভিটামিন এ, ডি, ই ও কে। এখানেই শেষ নয় ত্বকের কোষ ভাল রাখতে প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান রয়েছে অলিভ অয়েল। তাই ত্বকের আর্দ্রতা, নমনীয়তা বজায় রাখার পাশাপাশি ত্বকের হাজারো সমস্যায় ভীষণ কার্যকরী এই অলিভ অয়েল।
শীতকালের রূপচর্চায় শিয়া বাটার না থাকলেই নয়
শীত এলেই চাহিদা বাড়ে শিয়া বাটারের। শীতের অতি প্রয়োজনীয় এই উপরকরণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন রয়ছে প্রচুর পরিমাণে। এগুলি ঠোঁট ফাঁটা, শুষ্ক ত্বক সারিয়ে তোলে এবং ত্বকের জৌলুস ফিরিয়ে আনে।