রোদ চশমা, ছাতা, সানস্ক্রিন ব্যবহার করেও এই গরমে দ্রুত ক্লান্তির ছাপ পড়ছে চোখে। তার ওপর একটানা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর দিগুণ হচ্ছে ক্লান্তি গাঢ় হচ্ছে ক্লান্তি ছাপ। এছাড়াও নিত্য জীবনযাপনে অনিয়মের কারণে চোখে ফোলা ভাব কিংবা ডার্ক সার্কেলের সমস্যা তো রয়েইছে। এ ক্ষেত্রে চোখের পরিচর্যায় ব্যবহার করতে পারেন শশা। চোখের ফোলাভাব বা ডার্ক সার্কেল সারাতে শশা এত ভাল কাজ করে যে বাড়িতে তো বটেই পার্লার বা সালোঁতেও চোখের যত্ন নিতে শশা ব্যবহার করা হয়। শশা ক্লান্তি দূর করে, কালচে দাগছোপ মুছে চোখের আশেপাশে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে।
চোখের যত্ন নিতে তাই শশা দিয়ে চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন এই তিনটে আইপ্যাক
শশা দিয়ে চোখ পরিচর্যার সব থেকে সহজ ও জনপ্রিয় উপায় হল শশার গোল করে কেটে চোখের ওপর দিয়ে রাখা। চোখের কালি পরিষ্কার করে এবং চোখে ঠান্ডা ভাব এনে দেয়। শশাতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের টানটান ও সতেজ ভাব বজায় রাখে। এর জন্য একটা শশা একেবারে পাতলা করে দুটো স্লাইস কেটে নিন। এবার এই স্লাইস ফ্রিজে তুলে রাখুন। এবার চোখ ধুয়ে ভাল করে নরম কাপড় দিয়ে জল মুছে নিন। অন্তত ২০ মিনিট চোখের ওপর এই টুকরোগুলো রেখে দিন।
লেবুতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং এগুলি ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে। প্রথমে একটি শশা ভাল করে ব্লেন্ড করে নিন। শশার রস লেবুর রস সঙ্গে ভাল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ তুলো ভিজিয়ে ডার্ক সার্কেল লাগিয়ে নিন। অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। ভাল ও দ্রুত ফলে পেতে এই মিশ্রণ রোজ ব্যবহার করুন।
শুধু ময়শ্চারাইজার হিসেবেই নয়। মধু ত্বকের ডিটক্সিফিকেশনের করে এবং ত্বক নরম ও সতেজ করে তোলে। শশার খোসা ছাড়িয়ে, ব্লেন্ড করে নিন। শশার রস ছেঁকে ৩টেবিল চামচ মধুর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলো ভিজিয়ে চোখের তলায় দিন। ত্বকে ২০ মিনিট রেখে ইষদুষ্ণ জল দিয়ে এই মিশ্রণ ধুয়ে নিন।
চোখের যত্ন তো বটেই শরীর থেকে বর্জ্য পদার্থ নিকাশ করা এবং আর্দ্রতা বজায় রাখতে শশার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: প্রচণ্ড গরমে ত্বক তরতাজা রাখতে বাড়িতে করুন তরমুজ ফেসিয়াল