ইদানীং চুলের সৌন্দর্য আপনাকে বেশ ভাবিয়ে তুলেছে। কড়া রোদ ও প্যাচ প্যাচে গরমে ঘামে ভিজে চুলের অবস্থা প্রায় তথৈবচ। তাই বাড়ি ফিরে চুল ভাল রাখতে প্রায় প্রত্যেকদিনই শ্যাম্পু দিয়ে ধুতে হচ্ছে চুল। এর ফলে চুল যেমন প্রয়োজনীয় আর্দ্রতা হারাচ্ছে তেমন আবার শুষ্ক হয়ে যাচ্ছে স্ক্যাল্প এবং বাড়ছে চুলের নানান সমস্যা। এদিকে চুলের হারানা সৌন্দর্য ফিরে পেতে অনেকেই তাই পার্লার বা সালোঁতে ছুটছেন। এদিকে পার্লারে ঘণ ঘণ এই নামী দামী ট্রিটমেন্ট করানোর ফলে যেমন চুলের ক্ষতি হচ্ছে তেমনি আবার টান পড়ছে পকেটে।
তাই ঘণ ঘণ পার্লারে না ছুঁটে বরং বাড়িতেই ডিম দিয়ে তৈরি করে নিন এই দুটি হেয়ার প্যাক। এগুলি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে চুল সহজেই স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। কমে যাবে চুল পড়া ও মাথায় চুলকুনির মতো একাধিক সমস্যা।
ডিম ও মেথির হেয়ার রিপেয়ার প্যাক
চুলের স্বাস্থ্য ভাল করে তুলতে দারুণ কার্যকরী ডিম ও মেথির তৈরি এই হেয়ার রিপেয়ার প্যাক।
উপকরণ
মেথি- ১ বড় চামচ
টক দই- ৪ বড় চামচ
ডিম- ১টি
এই প্যাকটি তৈরি করতে প্রথমে মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে এই জলে ভেজানো মেথি মিহি করে পিষে নিন।
এবার একটি পাত্রে এই মেথির সঙ্গে দই ও ডিমের সাদা অংশ ভাল করে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন।
প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট এই প্যাক মাথায় লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
চুলের জেল্লা বাড়াতে দারুণ কাজের নারকেল তেল ও ডিমের তৈরি এই হেয়ার প্যাক
নারকেল তেল- ৩ বড় চামচ
ডিম- ১টা
এই প্যাক বানাতে একটি পাত্রে নারকেল তেল ও ডিম ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন।
অন্তত ২০ মিনিট এই প্যাক চুলে লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু ও ঠাণ্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিন।