এই গরমে সকালে বেরিয়ে বিকেলে বাড়ি ফেরার সময় সারাদিনের ক্লান্তি ফুটে উঠছে ত্বকে। বাজার থেকে কেনা ফেয়ারনেস ও স্কিন ব্রাইটনিং প্রোডাক্ট লাগিয়েও মলিন হয়ে গেছে মুখ ও চোখের কোনে জমেছে কালি। এই অবস্থা যদি আপনার হয় তা হলে বরং বাজারের কড়া রাসায়নিক যু্ক্ত সামগ্রীর বদলে বরং ঘরোয়া টোটকা দিয়ে করুন ত্বকের পরিচর্যা-
টোম্যাটোর প্যাক
ত্বক যদি তৈলাক্ত হয় তা হলে টোম্যাটোর পাল্পে মধু মিশিয়ে মুখে লাগান। অন্তত ১০ মিনিট পর্যন্ত এই প্যাক মুখে লাগিয়ে রাখুন। পরে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই গরমে তৈলাক্ত ত্বকে এই প্যাক দারুণ ভাল কাজ করে।
পুদিনা পাতার ফেসপ্যাক
কয়েকটা পুদিনা পাতা বেঁটে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্টে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। অন্তত ১৫ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। পুদিনা পাতা ও হলুদের অ্যান্টি ব্যক্টেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক কার্যকারিতা রয়েছে। তাই এটা যেমন জীবানু আক্রমণ থেকে ত্বকের রক্ষা করবে তেমন আবার ত্বকের জ্বালা কমিয়ে আরাম দেবে।
শশার প্যাক
শশার খোসা ছাড়িয়ে ভাল করে পিষে নিন। এবার এতে ১ বড় চামচ চিনি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। মিশ্রণ শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা বেড়ে যাবে।
কলার ফেস প্যাক
একটি পাত্রে অর্ধেক কলা চটকে নিন। এবার এতে ১ টেবিলচামচ মধু ও ২ টেবিলচামচ দুধের সর মিশিয়ে মুখে লাগান। এরপর দশ মিনিট পর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
বাদামের ফেস প্যাক
ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে স্ক্রাব করা অত্যন্ত জরুরি। এর জন্য বাদাম জলে বা দুধে ভিজিয়ে রাখুন। এরপর এই বাদাম পিষে নিয়ে এর পেস্ট দিয়ে মুখ ও গলা স্ক্রাব করে নিন।