চুলের সমস্যা(hair problems) নিয়ে নতুন করে চুলচেরা বিশ্লেষণের আর দরকার নেই৷ বরং সঠিক প্রতিকারের প্রয়োজন। রুক্ষ-শুষ্ক (dull and dry hair)চুল ও চুল পড়ার সমস্যায় ইদানীং চিন্তিত অধিকাংশ মানুষ। জীবনযাপনের ধরনই হোক বা বর্ষাকাল(monsoon) বা শীতকালের(winter) সাময়িক সমস্যা, দীর্ঘদিনের কোনও রোগব্যাধি কিংবা চুলের সঠিক যত্নের অভাব, চুল রুক্ষ বা শুষ্ক হয়ে ঝরে পড়ার সহস্র কারণ হতে পারে। তবে শেষের কারণে চুল পড়লে কাজে লাগাতে পারেন চুল ভাল করার এই তিনটি ঘরোয়া টোটকা(home remedies)-
টক দই ও তেল দিয়ে চুলের যত্ন (Curd and Oil therapy)
এই ঘরোয়ার টোটকার জন্য প্রয়োজন ২ বড় চামচ অলিভ অয়েল ও ১/২ কাপ টক দই। এই দুই উপরকরণ একটি পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি মাথায় ভাল করে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন অনন্ত ১৫ মিনিট। এরপর ভাল করে জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
ডিমের সাদা দিয়ে বাড়িয়ে তুলুন চুলের জেল্লা (Egg white for hair care)
চুলের ভাল স্বাস্থের জন্য পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি আপনাকে জোগাতে পারে ডিমের সাদা অংশ। ডিমের কুসুম থেকে ডিমের সাদা অংশ ভাল ভাবে আলাদা করে নিন। এবং এই সাদা অংশ মাথায় ভাল করে লাগিয়ে নিন। কমপক্ষে ১৫ থেকে ৩০ মিনিট এই এগ মাস্ক মাথায় রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
চুলের জট ছাড়াতে পাকা কলা (Banana for frizzy hairs)
শুষ্ক চুল বা চুলে জট পাকিয়ে যাওয়ার সমস্য কিংবা চুলের ডগা ফেটে যাওয়া। এই সব সমস্যার প্রতিকারে কলার জুড়ি মেলা ভার। পাকা কলা ভাল করে চটকে চুলে ভাল করে লাগিয়ে নিন। ঘন্টাখানেক চুলে রেখে এ বার হাল্কা গরম জলে ধুয়ে নিন। নজর রাখবেন জল যেন খুব বেশি গরম না হয়। এতে চুলের ক্ষতি হতে পারে।