বিউটি ওয়ার্ল্ডে আজকাল নিত্যনতুন বিউটি প্রোডাক্টসের ভিড়। কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করবেন তা বাছতেই সময় চলে যায়। তবে এই বিউটি প্রোডাক্টগুলির ব্যবহারে চটজলদি উপকার পেলেও এতে থাকা কড়া রাসায়নিকের দীর্ঘদিনের ব্যবহারে শরীরের ক্ষতি হয়ে যায়। তাই কড়া রাসায়নিকের বদলে ইদানীং অনেকেই প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চা ও ত্বকের পরিচর্যার দিকে ঝুকেছেন। রান্নাঘরের নিত্য ব্যবহারের এমন অনেক উপকরণই আছে যা রান্নার পাশাপাশি ত্বক ভাল রাখতেও ভীষণ কার্যকরী। বেসন এই সব উপকরণের অন্যতম।
রোদে পুড়ে দাগ ছোপ কিংবা ত্বকের মরা কোষ সরিয়ে ফেলা,ত্বকের নানান সমস্যার চমত্কার সমাধান করতে পারে রান্নাঘরের এই নিত্য প্রয়োজনীয় উপকরণ। শুধু ত্বকের পরিচর্যা নয় এই বেসন দিয়েই বাড়িতে বসে সেরে ফেলতে পারেন ফেসিয়াল। সঙ্গে প্রয়োজন আর কয়েকটা প্রাকৃতিক উপকরণের।
কীভাবে করবেন বেসন দিয়ে ফেসিয়াল দেখে নিন-
ফেসিয়ালের জন্য উপকরণ:-
প্রথমে বেসন দিয়ে তৈরি ফেস ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন
ফেসিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আগে মুখে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করা। এর জন্য একটি পাত্রে ১ টেবিলচামচ ময়দা ও আর ১ টেবিলচামচ বেসন নিন এবার এতে ১ টেবিলস্পুন টক দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে রেখে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন দিয়ে তৈরি করে নিন ফেস টোনার
টোনারের কাজ হল ত্বক মসৃণ রাখা ও রোমকূপে জমে থাকা অতিরিক্ত সিবাম পরিষ্কার করা। এক্ষেত্রে বেসন বেশ উপকারী।
বেসন দিয়ে স্কিন টোন করতে প্রথমে একটি পাত্রে ১ টেবিলচামচ বেসন নিয়ে নিন এবার এতে আধ চা চামচ হলুদ গুঁড়ো এবং গোলাপ জল যোগ করুন। তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন।
অন্তত কুড়ি মিনিট এই মিশ্রণ মুখে ও গলায় লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এবার বেসন দিয়ে ফেস স্ক্রাবার বানিয়ে ফেলুন
একটি পাত্রে ২ টেবিলচামচ বেসন, ১ চা চামচ ওটস, ২ চা চামচ কর্নফ্লাওয়ার ও ১ চা চামচ কাঁচা দুধ নিয়ে নিন। এবার সবকটি উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণ মুখে ও গলায় ১০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। এরপর আলতো হাতে মালিশ করতে শুরু করেন। মুখ ও গলা মালিশ করা হয়ে গেলে প্লেন জল দিয়ে ঢুয়ে ফেলুন।
বেসন দিয়ে ফেস প্যাক বানিয়ে ফেলুন
আপনার ত্বকের ধরণ অনুযায়ী বেসন দিয়ে এই ফেসপ্যাকগুলো বানিয়ে নিন।