ওপেন পোরসের সমস্যায় দারুণ কার্যকরী মেথি ও অ্যালোভেরার তৈরি এই সিরাম। মেথি, অ্যালোভেরা জেল ও লেমন জেস্ট দিয়ে তৈরি এই সিরাম ত্বকের মেরামতি করতে ভীষণ কার্যকরী। এই সিরামে প্রচুর মাত্রায় ভিটামিন সি, এ ও ই রয়েছে।কীভাবে বাড়িতে এই সিরাম বানিয়ে ব্যবহার করবেন জেনে নিন।
উপকরণ
জল- ২ কাপ
মেথির বীজ- ১ চামচ
নীম পাতা- ৪-৫টি
লেমন জেস্ট- ১ চামচ
অ্যালোভেরা জেল- ১ চামচ
লেমন জেস্ট বানানোর পদ্ধতি
ভাল করে পাতিলেবু ধুয়ে নিন। পারলে গরম জল দিয়ে ধুয়ে নিন এরফলে খোসায় লেগে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। এবার গ্রেটার দিয়ে লেবুর খোসা ছাড়িয়ে নিন। গ্রেটার দিয়ে খোসার ছাড়ানোর সময় পাতিলেবু গোল করে আসতে আসতে ঘোরাতে থাকুন। এতে খোসার প্রয়োজনীয় অংশ টুকুই আসবে ভেতরের শাস চলে আসবে না। পাতিলেবুর খোসার একেবারে বাইরের অংশটিকে জেস্ট বলা হয়। এই অংশ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা ত্বকের জন্য ভীষণ কার্যকরী। ফ্লেভারের জন্য পাতিলেবুর এই জেস্ট নানা রকমের ডেজার্টে ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাইরের খোসার সঙ্গে যেন ভেতরের সাদা অংশটি যেন উঠে না আসে। এটার স্বাদ তেতো হয় যা রান্নায় ব্যবহার করলে স্বাভাবিক ভাবেই রান্নার স্বাদ খারাপ করে দেয়।
সিরাম তৈরি করে নিন এই ভাবে
কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
মেথি ও মুলতানি মাটির ফেস প্যাক ধুয়ে এই সিরাম মুখে লাগিয়ে নিন।
মুখ পরিষ্কার করে এই সিরামের প্রায় কয়েন সাইজ পরিমাণ আঙুলে নিয়ে মুখে ভাল করে লাগিয়ে নিন।
মুখের ওপেন পোর্স কম করতে এই ফেস প্যাক ও ফেস সিরাম দারুণ কার্যকরী। ভাল ফল পেতে এই সপ্তাহে অন্তত দু’বার এই বিউটি রুটিন মেনে চলুন উপকার পাবেন। দেখবেন একমাসের মধ্যে ওপেন পোর্সের সমস্যা অনেকটা কমে গেছে।