আজকাল শুধু শীতকাল নয় গরমকালেও বাজারে দেদার বিকোচ্ছে গাজর। তাই দেখে গাজরের লোভে আপনিও বাজার থেকে গাজর কিনে এনেছেন। তবে বলা বাহুল্য মরসুমী গাজরের মতো তেমন স্বাদ নেই এই গাজরে। তাই স্যালাডে এই গাজর খেয়ে তেমন মজা নেই তাই যেটুকু রান্নায় ব্যবহার করা যায় তা করে বাদবাকি গাজর দিয়ে অনায়েসে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। চিন্তা নেই গাজরে এত পুষ্টিকর উপাদান রয়েছে যে ত্বকের একাধিক সমস্যার সমাধানে দারুণ কার্যকরী গাজরের তৈরি নানা ফেস প্যাক। নিজেই যাচাই করে নিন এভাবে-
শুষ্ক ত্বকের জন্য এভাবে বানিয়ে ফেলুন গাজর দিয়ে ফেস প্যাক
শুষ্ক ত্বক আর্দ্রতা জোগাতে একটি পাত্রে মিহি করে গাজর ঘষা ২ বড় চামচ, আধ চামচ দুধের সর ও ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এই মিশ্রণ অন্তত ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর আলতো হাতে মালিশ করতে করতে মুখ পরিষ্কার করে নিন। মুখ নরম তোয়ালে দিয়ে মুখে এবার ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ভাল ফল পেতে সপ্তাহে অন্তত ৩ বার এই ফেস প্যাক লাগান।
ব্রণ থেকে রেহাই পেতে এভাবে বানিয়ে নিন গাজরের ফেস প্যাক
ব্রণর জন্য একটি পাত্রে মিহি করে ঘষা গাজর ২ বড় চামচ, ৫চিমটে দারুচিনির গুঁড়ো, আধ চামচ দুধের সর, ও ১ চামচ গোলাপজল ভাল করে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। এই প্যাক মুখে অন্তত ২০ থেকে ২৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর আলতো হাতে মুখ মাসাজ করে ধুয়ে নিন। মুখ নরম তোয়ালে দিয়ে মুছে গোলাপজল লাগিয়ে নিন। এরপর আপনার পছন্দ মতো অ্যান্টি অ্যাকনে ক্রিম লাগিয়ে নিন।
তৈলাক্ত ত্বকের জন্য এভাবে বানিয়ে নিন গাজরের ফেস প্যাক
তৈলাক্ত ত্বকের জৌলুস ফেরাতে একটি পাত্রে মিহি করে ঘষা গাজর ২ বড় চামচ, ১ ও ১/২ চামচ গোলাপজল ও এক চামচ বেসন ভাল করে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিন। ফেস প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ মুখে টোনার হিসেবে গোলাপ জল লাগিয়ে নিন। এরপর ওয়াটার বেস কোনও ক্রিম মুখে লাগিয়ে নিন।
(ছবি সৌ :Unsplash)