প্রকৃতির নিয়মেই বয়স বাড়ছে তা নিয়ে তাই আপনার তেমন মাথা ব্যথাও নেই তবে মন খারাপ এই নিয়ে যে এর প্রভাব পড়েছে মুখের ওপর। চোখে কোলে কিংবা মাথায় তৈরি হয়েছে সুক্ষ্ম রেখা। কীভাবে ত্বকের তারুণ্য ধরে রাখা যায় এখন সেটাই ভাবিয়ে তুলেছে আপানাকে। এই অবস্থায় অধিকাংশ মানুষই বেছে নেয় বাজার চলতি নামী দামী অ্যান্টি এজিং স্কিন প্রোডাক্টগুলি। কড়া রাসায়নিকে তৈরি এই সব প্রোডাক্ট যত না ত্বকের তারুণ্য বজায় রাখে তার থেকে ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে কয়েকগুণ। তাই বাজার চলতি প্রসাধানীর বদলে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই অ্যান্টি এজিং পিল অফ মাস্ক বানিয়ে নিন এভাবে-
অ্যান্টি এজিং পিল অফ মাস্কের উপকরণ
অ্যান্টি এজিং পিল অফ মাস্ক বানিয়ে নিন এভাবে
পিল অফ মাস্কের উপকারিতা
কফিতে বার্ধক্য প্রতিরোধক বৈশিষ্ট্য রয়েছে। তাই এই পিল অফ মাস্কটি মুখে লাগালে আপনার ত্বকেও ভাল প্রভাব ফেলে এবং বয়সের ছাপ যেমন বলিরেখার সমস্যা হ্রাস পায়। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই মুখে বড় ছিদ্রের সমস্যা দেখা দেয়। এই পিল অফ মাস্ক ব্যবহার করলে তাতে আরাম পাওয়া যায়। এই পিল অফ মাস্কটি আপনার ত্বককে টানটান করে। পাশাপাশি এই পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকে লুকিয়ে থাকা ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর হয় মুখ উজ্জ্বল হয়ে ওঠে।