শুধু চোখ নয় মুখ আকর্ষণীয় করে তুলতে চোখের ভুরু যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চোখ ও মুখ সুন্দর নজরকাড়া করে তুলতে ভুরু নিয়ে তাই নানা রকমের এক্সপেরিমেন্ট করেন অনেকেই। বিউটি ওয়ার্ল্ডের ট্রেন্ড অনুযায়ী কখনও সরু ভুরু রাখা কখনও আবার মোটা করে ভুরু একেঁ নেন তারকা থেকে আমজনতা সকলেই। যত সুন্দর করে ভুরু আঁকা যাবে তত ভিন্ন হবে চোখের চাহনি ও দেখা যাবে নতুন লুক। তবে এক্ষেত্রে নজর দিতে হবে ভুরুর স্বাস্থ্যে দিকে। নিতে হবে পর্যাপ্ত যত্ন না হলে মাথার চুল পড়ার মতো চোখের ভুরুর চুল ঝরে নষ্ট হবে মুখের সৌন্দর্য।
অনেকেই চোখের ভুরুর নানান সমস্যা নিয়ে ভোগেন, যেমন চুল ঝরতে শুরু করে কিংবা ভুরুর মাঝ থেকে চুল পড়ে ফাঁক হয়ে যায়। তখন চিন্তায় ঘুম উড়ে যাওয়ার উপক্রম হয় অনেকের। যত্নের অভাবের পাশাপাশি বেশ কিছু অসুখের জন্যে ঝরে পড়ে চোখের ভুরু। এই নিয়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন ডার্মেটোলজিস্ট ডাঃ আঞ্চল পন্থ।
চোখের ভুরু পাতলা হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ জানিয়েছেন তিনি, যেমন-
থাইরয়েডজনিত সমস্যা
ডার্মেটোলিজস্ট জানাচ্ছেন চোখের ভুরু পাতলা হয়ে যাওয়ার অন্যান্য কারণের মধ্যে অন্যতম কারণ হল থাইরয়েডজনিত সমস্যা। তা হাইপোথাইরয়েডিজম (যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত থাইরয়েড হরমোন উত্পাদন করতে থাইরয়েড গ্ল্যান্ড ব্যার্থ হয় তখন এই সমস্যার সৃষ্টি হয়) হোক কিংবা হাইপারথাইয়ডিজম (যখন থাইরয়েড গ্ল্যান্ড শরীরের চাহিদার তুলনায় বেশি থাইরয়েড হরমোন উত্পাদন করে তখন এই সমস্যার সৃষ্টি হয়)। আর যদি দেখেন ভুরুর শেষের দিকের চুল হালকা হতে শুরু করেছে আর মানে বুঝতে হবে আপনার হাইপোথাইরয়েডিজমের কারণে এই সমস্যা হচ্ছে।
অ্যালোপেসিয়া অ্যারিয়েটা
ভুরুর চুল পড়ার প্রধান কারণ হল অ্যালোপেসিয়া অ্যারিয়েটা নামের বিশেষ ধরণের চুল পড়ার সমস্যা।
এটা একটি অটোইমিউন সমস্যা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত হেয়ার ফলিকলকে বার বার আঘাত করে এবং এর ফলে চুল পড়তে শুরু করে।
বয়সের কারণে
বয়স বাড়লে চোখুর ভুরু পাতলা হতে শুরু করে। ডাঃ আঞ্চল পন্থ জানিয়েছেন ৪৫ বছরের পর থেকে চোখের ভুরু পাতলা হতে শুরু করে।
এছাড়াও শরীরে পুষ্টির ঘাটতি, এগজিমা, সোরিয়োসিস, কনট্যাক্ট ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মেটাইটিস কিংবা দাদের কারণেই ভুরু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
(ছবি সৌ: Unsplash)