ইন্টারনেটের যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। তাই সোশাল মিডিয়ার ওপর বেড়েছে নির্ভরতা। বিশেষ করে কোভিডকালে ঘরবন্দি মানুষের ক্ষোভ, ভালবাসা, ভাললাগা সব রকম অভিব্যক্তির জায়গা হয়ে উঠে ছিল বিভিন্ন সোশাল মিডিয়া সাইটগুলি। এখন পরিস্থিতি সামান্য হলেও সেই ইন্টারনেটের সেই আশক্তি থেকে বেড়িয়ে আসতে পারেননি অধিকাংশ। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে রূপচর্চা, ত্বকের সমস্যার সহজ সমাধানে ও পরিচর্যার কত রকমের ঘরোয়া টোটকা যে মানুষ শিখেছেন ইন্টারনেট দেখে তা গুনে বলা মুশকিল।
এগুলির মধ্যে রয়েছে আয়ুর্বেদের বেশ কিছু ঘরোয়া টোটকা। এগুলি নিঃসন্দেহে উপকারী ও প্রাচীন যুগ ধরে চলে আসছে। কিন্তু সোশাল মিডিয়ায় নানা মুনির নানা মতে সৃ্ষ্টি হয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনা। এদিকে সহজেই ত্বকের নানা সমস্যার সমাধান ইন্টারনেটে পেয়ে যাওয়ায় আজকাল চিকিত্সকের পরামর্শ নেওয়ার কথাও ভাবেন না অনেকেই। তাই বেড়েছে ভুল ভ্রান্তি। সত্যতা যাচাই না করেই ভাইরাল হয়ে পড়ছে এই সব আজগুবি টোটকার ভিডিয়ো। অনেক ক্ষেত্রে এই সব টোটকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক। তাই নেটিজেনদের সতর্ক করতে ত্বকের পরিচর্যায় বেশ কয়েকটি ভ্রান্ত ধারণা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ডার্মেটোলজিস্ট ডা কিরণ শেঠি। যেমন-