উফফ! অনেক হয়েছে। আর বাড়িতে মন টিকছে না! করোনার জেরে সেই ২০২০ থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু, প্রথমটা বেশ ভালই লেগেছিল। সংক্রমণের ঝামেলার মধ্যে বাইরে বেরোতে হচ্ছে না। বাড়ির পোশাকেই কখনও বিছানায় আধসোওয়া হয়ে, কখনও আবার সোফায় হাটুমুড়ে কোলে ল্যাপটপ নিয়ে বেশ লাগত। তবে এখন আর বাড়িতে মন টিকছে না। না আর কোনও মতেই না! তাহলে উপায়? করোনা অতিমারির তৃতীয় ঢেউ আসন্ন, আগের তুলনায় জীবনযাপন এখন কিছুটা স্বাভাবিক হলেও করোনা বিধি থাকছে। তাই রয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এহেন অবস্থায় ঘরে মন টিকিয়ে রাখতে, হাল্কা একটা মেকওভার দিন আপনার বাড়িকে। তেমন কিছু খরচসাপেক্ষ নয় বরং হাতের সাধ্যের মতো কম দামের এই প্রপস দিয়ে সাজিয়ে তুলুন আপনার বাড়ি। সাজসজ্জা হয়ে গেলে দেখবেন বাড়ি ছাড়তে আর ইচ্ছেই করবেনা।
টেবিলটপ ফাউনটেন
আজকাল ফেসবুক ও ইউটিউবে প্রচুর ডিআইওয়াই ভিডিও পাওয়া যায়। ওরকমই একটা ভিডিও দেখে বাড়িতে একটা টেবিলটপ ফাউনটেন বানিয়ে নিন। কিংবা অনলাইনে কিনেও নিতে পারেন। দেখবেন এই তিন থাকের ফাউনটেন বা ঝরনার জল পড়ার মিষ্টি আওয়াজ বাড়ির ভিতর একটা সুন্দর ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করবে। যাঁরা কংক্রিটের জঙ্গলে বাস করেন তাঁদের কাছে এটা এক টুকরো প্রকৃতির পরশ।
সিরামিকের ফুলদানি
বাড়ির অন্দরসজ্জা যেরকমই হোক না কেন, সিরামিকের ফ্লাওয়ার ভাস দেখবেন এক নিমেষে আপনার ঘরের লুক বদলে দেবে। সাদা রঙের সেট হলে তো কথাই নেই। ড্রয়িং রুম হোক, বেডরুম বা বাথরুম কিংবা রান্নাঘর এই ভাস সেট আরও সুন্দর করে তুলবে ঘরের পরিবেশ। মন ভাল করতে টাটকা ফুল দিয়ে সাজিয়ে তুলুন সিরামিকের ফুলদানি। চাইলে ফুল দিয়ে না সাজালেও চলবে।
ওয়াল আর্ট
মেডিটেশনের জন্যেই হোক বা জায়গায় জায়গায় দেওয়ালের রঙ চটে গেলে কাজে দেবে ওই ওয়াল আর্ট। বিভিন্ন রকমের ওয়াল আর্ট খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। কিংবা চাইলেই সামাজিক মাধ্যমে টিউটোরিয়াল দেখে আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন ওয়াল আর্ট। দেখবেন মলিন দেওয়ালের লুক বদলে কেমন আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর।
রাস্টিক ওয়াল স্কোনস
অনেক সময় ঘরের বিভিন্ন কোনে আলো ঠিকমতো পৌঁছায় না। আবার কখনও ঘরের বিশেষ কোনও দিক কে হাইলাইট করতে এই রাস্টিক ওয়াল স্কোনস ব্যবহার করতে পারেন। দেখবেন এক মুহূর্তে কেমন মোহময়ী হয়ে উঠবে আপনার ঘর।
ওয়াল হ্যাঙ্গিংয়ে গোল্ড মিরর
আয়না থাকলে ঘর অনেকটাই খোলামেলা দেখায়। তবে এক্ষেত্রে অ্যান্টিক গোল্ড প্লেটেড আয়না দিয়ে ঘর সাজালে দেখবেন মলিন হয়ে যাওয়া দেওয়ালও কেমন ঝলমলিয়ে উঠবে। প্লাস্টিকের তৈরি ফ্রেমগুলি দেওয়াল টাঙানোও খুব সহজ। দামও কম কিন্তু দেখতে দারুন।
সোলার লাইটস
সোলার পাওয়ার লাইট দিনের বেলায় চার্জ হয় ও রাতে আপনা থেকেই জ্বলে উঠে। বাড়িতে বাগান থাকলে এই ধরনের আলো দিয়ে সাজাতে পারেন। দেখবেন ঘরের লুক এক মুহূর্তে বদলে যাবে। তবে শুধু বাগান কেন যাঁরা ফ্ল্যাটে থাকেন তাঁরা বাড়ির বারান্দায় এই আলোর ব্যবহার করতে পারেন। দেখবেন এই আলোর রোশনাই আপনার মন ছুঁয়ে যাবে।