মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : আজ প্রত্যাশা পূরণের দিন। সপ্তাহব্যাপি গণভ্যাকসিনেশনে অংশ নিন। নিজে বাঁচুন ও পরিবারের সদস্যদের রক্ষা করুন। কারো সাথে তর্ক যুদ্ধে কখোনো নামবেন না। আতেল আত্মীয় স্বজনকে তো কোনো অবস্থাতেই জ্ঞাণ বিতরন করা যাবে না। গৃহস্থালী কিছু কাজ কর্মে ব্যস্ত থাকতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : ছোট ভাই বোনের কর্মসংক্রান্ত তদবিরে অগ্রগতির আশা। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত আয় রোজগারের সুযোগ আসবে। বিদেশ থেকে আসতে পারে বড় কোনো ক্রয়াদেশ। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় লাভের আশা। গণমাধ্যম ব্যক্তিদের পেশাগত ঝুঁকি বৃদ্ধি পাবে। প্রতিবেশীর আচরনে ভোগান্তি।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারে অগ্রগতির। বকেয়া কিছু টাকা আদায়ের দিন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের সুযোগ আসবে। অনলাইনের খাদ্য ও পাণিয়ের ব্যবসায় সফল হতে পারবেন। হোটেল মোটেল ব্যবসায়ীদের ভালো কোনো সংবাদ লাভের দিন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : মানসিক ভাবে চাঙ্গা থাকবেন। আয় রোজগারের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। সামাজিক ভাবে সম্মানিত হবেন। কর্কট রাশির হওয়াতে ফুঁসফুস আপনার দূর্বল তম অঙ্গ। ফলে দ্রুত কোভিড এর টিকা নিন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট) : সিংহ রাশির জাতক জাতিকার আজ দূরের যাত্রার যোগ প্রবল। বৈদেশিক পণ্য ব্যবসায় হবেন সফল। আর্থিক ক্ষেত্রে ব্যয় বহুল দিন যাবে। পরিবহন ব্যবসায়ীদের দিনটি লাভের প্রবাসী কারো সাহায্য সহাযোগিতা পেতে পারেন। বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) : আজ আপনার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হওয়ার দিন। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের মনের বাসনা পূরণ হবে। বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : দিনটি নতুন কর্মস্থলে যোগদানের। আয় রোজগারের চেষ্টায় হবেন সফল। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাওয়া যাবে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর মায়ের সাহায্য লাভ। স্থাবর সম্পত্তি ও পেতে পারেন। কর্মস্থলে পদোন্নতির আশা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) : ভাগ্য উন্নতির দিন। কর্মস্থলে পদোন্নতির ও বদলী একসাথে হতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি। প্রবাসী আত্মীয়র সাহায্য আসবে। বৈদেশিক পণ্যর ব্যবসায় সফল হতে পারবেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ লাভবান হওয়ার দিন। ব্যবসায়ীক প্রয়োজনে কিছু ঝুঁকি নিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীক সম্প্রসারণে প্রয়োজন হবে ঋণের। পাওনাদারদের সাথে আপোশে যাওয়ার আশা। অসুস্থ আত্মীয়র আরোগ্য লাভের সংবাদ পাওয়া যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : দাম্পত্য জীবনে চলতে থাকা মান অভিমান কেটে যাওয়ার দিন। আয় রোজগারের ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। দূর হবে সকল যন্ত্রণা। সাংসারিক জীবনের কোনো বড় পরিকল্পণা করতে পারেন একত্রে। অংশিদারী ব্যবসা বাণিজে উন্নতি করতে পারবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : সাংসারিক বিষয় নিয়ে দেখা দেবে মনমালিণ্য ও টানাপোড়ন। অহেতুক চিল্লাপাল্লা ও ঝগড়া ঝাটি এড়িয়ে চলতে হবে। কারো সাথে দেখা দিতে পারে তর্ক বিবাদ। আপনার আবেগতাড়িত মনের কারনে কোনো প্রকার জটিলতায় জড়িয়ে যেতে পারেন। শরীরের প্রতি যতœ নিতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ভালোবাসার জন্য উত্তম। জীবন সাথী হিসেবে তাকেই পাবেন যাকে সবকিছু উজার করে দিয়েছেন। সন্তানের সাথে সময় সুন্দর কেটে যাবে। প্রবাসী সন্তানের কাছ থেকে পাবে কিছু সাহায্য। শিল্পী ও কলাকুশলীদের জন্য দিনটি হতে পারে স্বপ্ন পূরণের।