মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে পারবেন। আপনার মেধা ও দক্ষতা দিয়ে ব্যবসায়ীক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই আজ আপনি অপ্রতিরোধ্য। সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। সন্ধার পর আয় রোজগারে অগ্রগতি হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকারা ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজের পেছনে বড় ধরনের অর্থ ব্যয় হতে চলেছে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে হবেন সম্মানিত। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা যোগ প্রবল। প্রবাসী ভাই বোনের কাছ থেকে বিদেশ যাত্রার সুযোগ আসবে। সন্ধার পর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত থাকবেন। আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ প্রাপ্তিতে অগ্রগতি। বাড়িতে বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। বন্ধুদের সাহায্য পাবেন। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার পেতে পারেন। চাকুরেদের বকেয়া বেতন আদায় হতে পারে। বিকালের পর দূরে কোথাও যেতে হবে। বৈদেশিক কাজে আশানুরুপ আয় রোজগারের যোগ।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সফলতার। চাকরিজীবীরা নিজের কাজের জন্য সম্মানিত হতে পারবেন। প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন পদায়ন বা বদলীর সুযোগ আসবে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে চলাই উত্তম। বিকালের দিকে ঠিকাদারী কাজে অগ্রগতি হবে। নতুন কাজ পেতে পারেন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল। বিদ্যার্থীদের পড়াশোনায় চলতে থাকা বাধা কাটতে শুরু করবে। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পাবেন মানসিক প্রশান্তি। শিক্ষকের সহায়তায় আপনার মনবাঞ্ছা পূরণ হবে। সন্ধার পর প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য সহাযোগিতা পাওয়ার আশা।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যন্ত্রপাতি মেরামত জনিত ব্যয় বৃদ্ধি পাবে। প্রভাবশালী কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। আইনগত জটিলতা থেকে সাবধান। সন্ধার পর ভাগ্য সহায় হবে। বিদেশ থেকে আসবে সৌভাগ্যের বার্তা।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুুরুপ আয় রোজগারের আশা। ডিভোর্সী পাত্র পাত্রীদের আজ বিবাহের আলোচনায় অপ্রত্যাশিত অগ্রগতি। সাংসারিক জীবনে জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভ। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় হবে। সন্ধার পর অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের আশা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার শারীরিক ভাবে দূর্বল বোধ করবেন। হটাৎ করেই সিজেনাল অসুখে ভোগান্তির আশাঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মূখীণ হতে পারেন। অধিনস্ত কর্মচারীর বিশ^স্ততার জন্য লোকশানের হাত থেকে রক্ষা পাবেন। অনৈতিক কর্মকান্ড এড়িয়ে চলতে চেষ্টা করুন। সন্ধার পর আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকারপ্রেম ভালোবাসায় সফল হওয়ার আশা। বহুদিনের প্রেমের পর বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তানের সাহায্য সহাযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় হতে হবে মনযোগী। বিকালের পর ব্যবসা ক্ষেত্রে কিছু জটিলতা আসবে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি স্বপ্ন পূরণের। পরিবারের সকলের সাহায্য সহযোগিতায় বিদেশ যাত্রার সুযোগ আসবে। প্রভাবশালী আত্মীয়র কল্যাণে জীবীকার ব্যবস্থা হতে পারে। গৃহ আবাসন লাভের যোগ প্রবল। ই-কমার্সে অর্ডার দেওয়া কোনো পণ্য পেতে পারেন। গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় করার যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে আজ অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চেষ্টা করুন। গার্মেন্টস ব্যবসায় আসবে নতুন কোনো রপ্তাণীর সুযোগ। ছোট ভাই বোনের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা। তথ্য বিভ্রান্তির হাত থেকে সাবধান হতে হবে। সন্ধার পর পারিবারিক ক্ষেত্রে অগ্রগতি। গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার আর্থিক দিক বলবান হবে। খুচরা পাইকারী পণ্যের ব্যবসায় সফল হতে পারবেন। ব্যবসায় চলতে থাকা আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার আশা। সঞ্চয়ের সুযোগ আসবে। খাদ্য ও রেস্তোরা ব্যবসায় সফল হওয়ার দিন। সন্ধার পর বিদেশ থেকে ভালো অর্ডার আসবে। ই-কমার্স ব্যবসায়ীরা হবেন সফল।