চুলপড়া, খুশকি, চুলের অকালপক্কতা দিন দিন বাড়ছে চুলের এই ধরনের নানা সমস্যা। কারণ আবহাওয়ার তারতম্য, জলের ধরণ, কিংবা চুলের সঠিক পরিচর্যার অভাব যাই হোক না এই সমস্যায় ভুগছেন পুরুষ ও মহিলা নির্বিশেষে প্রত্যেকেই। আর তাই এই কারণেই এই সমস্যগুলি নিরাময় প্রসঙ্গে যে তথ্যই দেওয়া হোক না কেন, তা যাচাই না করেই বিশ্বাস করে নেন অনেকে। অনেকে আবার চুলের পরিচর্যায় নামী দামী ব্র্যান্ডের ওপর বেশি নির্ভর হয়ে পড়েন অনেকে।আর এতে চুলের উপকারের বদলে অপকার হয় বেশি।
চুলের পরিচর্যা নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা পোষণ করেন অনেকেই। আর এই সব ভ্রান্ত ধারণা নিয়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ডার্মেটোলজিস্ট ডাঃ জুশইয়া ভাটিয়া শারিন। সেগুলি কী কী জেনে নিন-
View this post on Instagram
দেখে নিন চুলের পরিচর্যার এই চারটি ভ্রান্ত ধারণা আপনারা পোষণ করছেন না তো?
চুলের পরিচর্যায় ক্যাস্টার অয়েল ম্যাজিকের মত কাজ করে
বিজ্ঞানসম্মত কারণ ছাড়াই যে কোনও পরিচর্যা ম্যাজিকের মতো কাজ করে এটা একেবারে চোখ বন্ধ করে মেনে নেবেন না। ক্যাস্টর অয়েলে চুলে কোনও ক্ষতি হবে না ঠিকই তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে দারুণ কাজ করবে তা কিন্তু নয়। তাই চুল পড়ার বা চুলের অন্যান্য সমস্যার পিছনে কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তা জেনে নেওয়া দরকার।
মাথায় পেঁয়াজের রস মাথলে চুলের দৈর্ঘ্য বাড়বে
পেঁয়াজের রসে সালফার থাকে এবং এটা চুল পড়া বা অ্যালোপেশিয়ার সমস্যায় কাজে দেয়। এটা এক ধরনের অটোইমিউন সমস্যা। মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষয় হলে চুলের এই ধরনের সমস্যা হতে পারে। তাই বলে অন্যান্য কারণে চুল পড়লে এই সমস্যা হতে পারে।
চুল দ্রুত বাড়াতে ঘন ঘন চুল কাটতে হবে
চুল গজায় মাথা থেকে তাই চুল পড়ার সমস্যায় ঘন ঘন চুল কাটলেই যে সমস্যার সুরাহা হবে তা নয়। তবে চুল কাটলে চুল দেখতে কিছুটা বদল হয়।
পাকা চুল তুললে পাকা চুল আরও বেড়ে যায়
চুলের গোড়ায় বা হেয়ার ফলিকলসে এক ধরনের পিগমেন্ট সেল থাকে যে গুলো মেলানিন নামক একটি রাসায়নিক পদার্থ তৈরি করে। এর ফলে চুলের রং কালো থাকে। তবে কোনও শারীরিক সমস্যায় হেয়ার ফোলিকেলে থাকা এই কোষগুলি যখন মেলানিন তৈরি করা বন্ধ করে দেয় তখন চুলে পাক ধরে। তাই পাকা চুলে তুললে পাকা চুল আরও বেড়ে যায় না। এটা বারে আপনা থেকেই মেলানিনের অভাবে।