Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Hair Colour: অ্যামোনিয়া বা প্যারাবেনে ভয়? চুল রঙ করতে বাছুন এই প্রাকৃতিক উপকরণ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সুদেষ্ণা নাথ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ০১:৩৮:৩৩ পিএম
  • / ৭৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সুদেষ্ণা নাথ

বাজার চলতি নামী-দামি ব্র্যান্ডের হেয়ার ডাই-এর সুবিধে হল ইনস্ট্যান্ট কালার। পার্লার বা সালোঁতে করলে তো খাটনিও কম। কিন্তু ক্ষণিকের এই সুখের জন্য নিজেদের অজান্তেই চুল ও স্ক্যাল্পের  কত বড় ক্ষতি করছি তা  বলার অপেক্ষা রাখে না। এই হেয়ার ডাইগুলোতে অ্যামোনিয়া বা প্যারাবেনের মতো যে রাসায়নিক আছে তা চুলের পক্ষে খুবই ক্ষতিকারক। এই সব ক্ষতিকারক রাসায়নিকের হাত থেকে রেহাই পেতে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়ি বসেই চুল রং করতে পারেন আপনি। চুলের রঙও হবে এবং স্বাস্থ্যও ভাল থাকবে।

১.  গাজরের রস

চুলে হাল্কা লালচে-কমলা রং আনতে চাইলে গাজরের রস ব্যবহার করতে পারেন।

কীভাবে রং করবেন

  • গাজরের রস করে সেটা ক্যারিয়ার অয়েল যেমন অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ভালভাবে লাগিয়ে নিন।
  • এই মিশ্রণ মাথায় লাগানো হয়ে গেলে প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে নিন এবং ১ঘন্টা মাথায় রেখে দিন।
  • এ বার অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে মাথা ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে যাওয়ার পর যদি দেখেন রং ভাল ভাবে চুলে ধরেনি তা হলে পরের দিন আবার এই মিশ্রণ লাগিয়ে নিন।

এই নতুন রঙ আপনার চুলে কতদিন থাকবে তা অবশ্যই নির্ভর করবে আপনার চুলের উপর।

২. বিট গাজরের রস  

লালচে-কমলার বদলে চুলের গাঢ় লালচে আভা আপনার বেশি পছন্দ হলে বিট গাজরের রস মাথায় লাগান।

কীভাবে রং করবেন

  • বিট গাজরের রস আপনার পছন্দের যেকোনও ক্যারিয়ার অয়েল নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন।
  • ভাল করে মাথায় এই মিশ্রণ লাগিয়ে নিন এবং প্লাস্টিক দিয়ে চুল ভাল করে মুড়ে ঘন্টাখানেক এইভাবে রেখে দিন। তারপর মাথা ভাল করে ধুয়ে নিন।

৩. হেনা

একেবারে লালচে রঙ চাইলে হেনা ব্যবহার করতে। হেনা দিয়ে মাথার রঙ করা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই চুল রঙ করতে হেনার ব্যবহার করা হচ্ছে। হেনার পাউডার কিনত পাওয়া যায়। ভরসাযোগ্য ব্র্যান্ডের হেনা পাউডার কিনে নিন।

কীভাবে রঙ করবেন

  •  প্রথমে ১/২ কাপ হেনা পাউডার ১/৪ কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন।
  • হেনায় জল মেশালে প্রথমেই দানা দানা হয়ে যেতে পারে। তাই  অল্প অল্প জল হেনার সঙ্গে  ভালভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। আলু মাখলে যেরকম হয় এই মিশ্রণ সেই পর্যায় গেলে প্লাস্টিক দিয়ে ঢেকে এইভাবে ১২ঘন্টা রেখে দিন।
  • এরপর মাথায় লাগানোর আগে অল্প জল মিশিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। কোনও কন্ডিশনার মাথায় না লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • হেনার রঙ যাতে ত্বকে না লাগে তার জন্য মাথায় হেয়ারব্যান্ড লাগিয়ে নিন। এতে রঙ করার সময় চিল মাথায় পড়বে না। ভেজা চুলে হেনা লাগান।
  • শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে মাথা ঢেকে নিন। এইভাবে অন্তত দুঘন্টা মাথায় হেনা রেখে দেওয়ার পর ভাল করে ধুয়ে ফেলুন।

৪. কফি

শুধু যে ক্যাফেনের কিক দিয়ে শরীর মন চাঙ্গা করা তা নয় বরং চুল রঙ করতেও কফির ব্যবহার করতে পারেন।

কীভাবে রং করবেন

  • এক কাপ কফি ভাল করে ফুটিয়ে নিন।
  • এ বার এই ১/২ কাপ কফির সঙ্গে ২ বড় চামচ কফি পাউডার মেশান। এই মিশ্রণে এক কাপ লিভ-ইন কন্ডিশনারল মিশিয়ে নিন।
  • এ বার পরিষ্কার ভেজা চুলে এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। এইভাবে এক ঘন্টা মাথায় এই মিশ্রণ রেখে দিন। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন।
  • প্রয়োজন পড়লে আবার মাথায় কফির এই মিশ্রণ একই পদ্ধতি মেনে মাথায় লাগিয়ে নিন।

কফি ব্যবহার করলে রাতারাতি আপনি কোনও ফল পাবেন না ঠিকই তবে অল্প খরচে এবং ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের বদলে কফি মন্দ না।

৫.সেজ হার্ব

 

চুল গাঢ় বাদামি বা গাঢ় কালো করতে এই গাছের পাতার ব্যবহার করতে পারেন।

কীভাবে রং করবেন

  • চার কাপ ফুটন্ত জলে আধ থেকে এক কাপ শুকনো সেজ পাতা ভিজিয়ে রাখুন। কমপক্ষে ৩০ মিনিট এই ভাবে রেখে দিন। যত বেশি ভিজিয়ে রাখবেন তত গাঢ় রং আসবে।
  • সেজের পাতা জল থেকে সরিয়ে এবং এই জল ঠান্ডা হতে দিন।
  • চুল ধুয়ে তোয়ালে দিয়ে মুছে এই জল যতক্ষণ পারবেন মাথায় ঢালতে থাকুন।
  • এই জল পনেরো মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলুন।

ঘরোয়া পদ্ধতি চুল রং করে ভাল ফল পেতে, প্রত্যেক সপ্তাহে  রং করুন।

ছবি সৌজন্য: Pixabay

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সপ্তাহ শেষে কালবৈশাখীর পূর্বাভাস, বৃষ্টি থামতেই তাপপ্রবাহের আশঙ্কা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
রাতভর ঘেরাও রইলেন এসএসসির চেয়ারম্যান, চাকরিহারারা রাস্তাতেই
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
কৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
চাকরিহারাদের বিক্ষোভে ভাঙল পুলিশি ব্যারিকেড
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
প্রায় ৭ ঘন্টা বিক্ষোভের পর চকরিহারা শিক্ষকদের নিয়ে বিবৃতি দিল এসএসসি
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
এবার চাকরিহারাদের পাশে জুনিয়র চিকিৎসকেরা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
আবার হারল কেকেআর, প্লে অফ এখন স্বপ্ন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বুধে এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
‘শালবনিতে মানুষের সার্বিক উন্নয়ন হবে ‘ আর কী কী বললেন সৌরভ?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
পরবর্তী পোপ কে? বাছাইয়ে অংশ নেবেন ভারতের চার কার্ডিনাল
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বিধ্বংসী শুভমান গিল, কলকাতার লক্ষ্য ১৯৯
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এসএসসি ভবন থেকে বেরিয়ে কী জানালেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল!
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এক দেশ এক ভোট নিয়ে মতামত নিতে খোলা হবে ওয়েবসাইট
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আজ কি আদৌ প্রকাশ পাবে এসএসসির যোগ্যদের তালিকা?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এসএসসি অফিসের ভিতর ১৩জন শিক্ষক অবস্থানরত
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team