কলকাতা: এই কাঠফাটা গরমে (Summer) বর্ষার (Monsoon) কথা শুনলে অনেকের মুখের হাসি চওড়া হয়। কিন্তু স্বস্তির বৃষ্টি হলেও, চিন্তা থাকে একটি বিষয় নিয়ে। সেটা হল জামাকাপড় (Clothes) শুকোবে (Dry) কী করে? প্রায় সকলেরই এই চিন্তাটা কম-বেশি থাকেই। তাই তো? বর্ষার দিনে কাপড় শুকোনো কিন্তু কোনও সহজ কাজ নয়। বরং ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেওয়া কাপড় ভিজে যায়। কখনও আবার সারাদিন বৃষ্টি পড়তেই থাকে একনাগাড়ে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিছুতেই জল শুকোতে চায় না জামাকাপড় থেকে।
এই মৌসুমে কাপড় শুকানো নিয়ে আর বেশি ভাবতে হবে না। সহজ কিছু কৌশল অনুসরণ করলেই মিলবে এই সমস্যা থেকে খানিকটা মুক্তি।
আরও পড়ুন: LPG Cylinder | Price Hiked | পকেটে ধাক্কা, দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের