ওটিটি প্ল্যাটফর্ম(OTT platform) থেকে শুরু করে বিউটি ওয়ার্ল্ড(beauty world) যা কিছু কোরিয়ান (Korean) এখন সে দিকেই ঝুকছে মানুষ। একদিকে যেমন মুক্তি পেয়েই বিশ্বের এক নম্বর নেটফ্লিক্স সিরিজের তকমা পেয়েছে হেলবাউন্ড(Hellbound) সে রকমই ইদানীং বিউটি ওয়ার্ল্ডে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সিকা (Cica)। বৈজ্ঞানিক নাম, সেন্টেল্লা এশিয়াটিকা (centella asiatica)।
ইন্ডিয়ান পেনিওর্ট(Indian pennywort) বা টাইগার গ্রাস (tiger grass) নামে এই ভেষজ উদ্ভিদটির(herb) ব্যবহার কোরিয়ানদের কাছে নতুন কিছু নয়। যুগ যুগ ধরেই কোরিয়ানরা নানা রকম ক্ষত সারানোর কাজে এর ব্যবহার করে আসছে। তবে শুধু ক্ষত সারানোর কাজেই নয় ত্বকের পরিচর্যাতেও সিকা(Cica) ব্যবহার করেন কোরিয়ানরা।
অ্যান্টিঅক্সিডেন্টে(anti oxidant) ভরপুর এই সিকার অ্যান্টি ইনফ্লেমেটারি(anti inflammatory) ও অ্যান্টিব্যক্টেরিয়াল(antibacterial) কার্যকারিতা রয়েছে। তাই এটা ত্বকের কোনও রকমের জীবাণু সংক্রমন(infections) হলে তা দ্রুত নিরাময় করে দেয়।
বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের কাছে এই সিকার(Cica) ব্যবহার যেন হাতে চাঁদ পাওয়ার মত। ত্বকের জ্বালা যন্ত্রণা কম করে ব্রণ সারিয়ে তোলে সিকা। নিত্যদিনের ব্যবহারে সামান্য একটু সিকাই যথেষ্ট।
এছাড়া সিকাতে ভিটামিন এ (Vitamin A) ও ভিটামিন সি(Vitamin C) আছে। এর পাশাপাশি ত্বকের অন্যতম প্রয়োজনীয় প্রোটিন কোলাজেন উত্পাদনে সাহায্য করে সিকা। এই কোলাজেন(collagen) ত্বক সুস্থ রাখতে ও টানটান রাখতে ভীষণ প্রয়োজনীয়।
সিকাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড(amino acid) ও ফাইটোকেমিকেলস(phytochemicals)। এই দুই উপাদানই ত্বকের ব্রণর(acne) সম্ভাবনা অনেক মাত্রায় কমিয়ে আনে।
এখানেই শেষ নয়, আজকাল পরিবেশ দূষণ, স্ট্রেস এবং অ্যাংজাইটির কারণে অনেকেই ত্বকের অকাল বুড়িয়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। চামড়া কুঁচকে (wrinkles) যাওয়া কিংবা বলিরেখার(fine lines) সমস্য দেখে যায় মুখে ও গলায়। সিকার নিয়মিত ব্যবহার ত্বকের এই অকাল বুড়িয়ে যাওয়া আটকে দেয়।
উপাদান হিসেবে সিকা রয়েছে এমন প্রসাধনী ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। পর্যাপ্ত আর্দ্রতা পায়। সিকা ত্বকে রক্তের সরবরাহ বাড়িয়ে তোলে, ত্বক মেরামত করে। এর ফলে ত্বক সজীব ও উজ্জ্বল হয়ে ওঠে।
তাই সিকা যু্ক্ত ফেস মাস্ক, ফেস সিরাম বা ক্রিম ব্যবহার করতে পারেন। কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডের দুর্দান্ত এই উপকরণটি আপনাকে নিরাশ করবে না।
(ছবি সৌজন্যে: Freepik)