বছরের এই সময়টা পারদ যত নামে, ততই গাঢ় হয় উৎসবের আমেজ। আর এই উৎসবের উদযাপন আরও মধুর করে তোলে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে জমিয়ে খাওয়াদাওয়া। তবে কোভিডের এই অবস্থায় যাতে শরীর সুস্থ থাকে তাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্তু জরুরি। তাই আজকের ক্রিসমাস স্পেশাল রেসিপিতে রইল মিলেট কুকির রেসিপি। এই রেসিপি দেখে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এবং স্বাস্থ্যে ভরা মিলেট কুকি।
মিলেট কুকি বানাতে লাগবে-
উপকরণ
বানানোর বিধি
দেখুন মিলেট কুকি বানানোর ভিডিও
View this post on Instagram
গ্লুটেন ফ্রি এই কুকি বলা বাহুল্য সকলে নিশ্চিন্তে খেতে পারবেন। বিশেষ করে যাদের গ্লুটেন বা ডেয়ারি অ্যালার্জি আছে তাদের এই কুকি খেয়ে কোনও পেটের সমস্যা ভুগতে হবে না। এই মিলেট কুকি আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না।