ওমিক্রনের হাত ধরে ফের নতুন করে মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ।তাই বাড়ির ছোটদের জন্য বাইরে থেকে কেক না কিনে ভাবছেন বাড়িতেই বানিয়ে ফেলবেন। কিন্তু বাদ সাধছে ওভেন বা ওটিজির অভাব? চিন্তা নেই প্রেশার কুকারেই বানিয়ে ফেলুন দুর্দান্ত ফ্রুট কেক। তাই যেমন ইচ্ছে তেমন কর্ম। শিখে নিন কীভাবে প্রেসারে কুকারে তৈরি করবেন পারফেক্ট ফ্রুট কেক-
ফ্রুট কেকের উপকরণ
বানানোর বিধি
দেখুন ভিডিও:
এবার পছন্দমত ড্রেসিং করে সার্ভ করুন।