সপ্তাহ জুড়ে চলেছে ওয়ার্ক ফর্ম আর ওয়ার্ক ফর হোমের অত্যাচার। ক্লান্ত আপনি। সপ্তাহন্তে ঘরের পরিচর্যার কথা ভাবলেও ভাল মন্দ পদ রেঁধে হেঁসেলের হয়রানি তে সময় হয়ে উঠেনি ঘর গোছানোর। তাতে কি, কুছ পরোয়া নেই । মনের সাধ মেটাতে সামান্য কয়েকটা সুগন্ধি মোমবাতিই যথেষ্ট। এদিকে দীর্ঘক্ষণ ল্যাপটপ ও মুঠোফোনে সময় কাটিয়ে ক্লান্ত চোখ যুগল। তাই অতি উজ্জ্বল আলোর বদলে ঘর সাজানোর পক্ষে উত্তম এই সুগন্ধি মোমবাতিগুলি। এগুলির আলো আঁধারির খেলায় মোহময়ী হয়ে উঠুক আপনার সপ্তাহন্তের সন্ধ্যে। আপনার জন্য রইল বাছাই করা এমনি সহজলভ্য সুগন্ধির সন্ধান। মন ভাল করবে এক নিমেষে!
রোজমেরি
শুধু যে রান্নার কাজেই প্রয়োজন তা নয়। অ্যারোমাথেরাপিতে রোজমেরির কদর একেবারে প্রথম সারির। খানিক ল্যাভেন্ডারের মত, তবে রোজমেরির গন্ধ ঠিক কেমন বুঝিয়ে বলা কঠিন। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। এক নিমেষেই জুড়িয়ে যাবে শরীর ও মন।
ল্যাভেন্ডার
হালকা মিষ্টি সুগন্ধের ল্যাভেন্ডারের মহিমা অপার। মন কে শান্ত করে, স্নায়ু চাপ কমাতে এর জুড়ি মেলা ভার। অত্যন্ত সহজলভ্যও।
জেসমিন বা জুঁই
জুঁই ফুলের মিষ্টি গন্ধে এমন মানুষে মেলা ভার যার মন ভাল হয় না। তবে এই সুগন্ধির মোমবাতি বা নির্যাস কেনার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে তা যেন হয় খাঁটি। ইদানীং কিছু রসায়নের মিশেলে তৈরি জুঁইয়ের নির্যাস অধিকাংস ক্ষেত্রেই দেখা যাচ্ছে খুবই উগ্র। এর প্রয়োগে ফলও হয় উল্টো।
ভ্যানিলা
ভ্যানিলার স্নিগ্ধ, মিষ্টি গন্ধে আপনার মন মাতোয়ারা হতে বাধ্য। গোটা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেবে। বিশেষ করে আপনি যদি বেকড খাবার খেতে পছন্দ করেন তাহলে ভ্যানিলার জবাব নেই। ক্রিসমাস ও নিউ ইয়ারের স্মৃতির সুখ মুহূর্তে হারিয়ে যেতে পারেন আপনি। করোনাকালের হাজারো খারাপ লাগাকে হয়ত ছাপিয়ে যাবে আপনার এই ক্ষণিকের স্মৃতি রোমন্থন। তবে খাঁটি ভ্যানিলার গন্ধ বাজার চলতি কেক বা আইসক্রিমের তুলনায় অনেকটাই আলাদা আর আরামদায়ক।
সিনেমেন বা দারুচিনি
আমাদের খুবই পরিচিত দারুচিনির সুবাস। এই সুগন্ধিতে উষ্ণতার ছোঁয়া রয়েছে। ক্লান্ত মন ও শরীরকে জাগিয়ে তুলতে এর জবাব নেই। বর্ষাকালের স্যাঁতসেতে ভাব ও আঁষটে গন্ধ কাটিয়ে উঠতে এই সিনেমেন সুগন্ধি মোমবাতি ব্যবহার করতে পারেন আপনি।
ক্ল্যারি সেজ
আগের সুগন্ধিগুলোর তুলনায় ক্ল্যারি সেজের সঙ্গে আমাদের অনেকেরই পরিচিতি কিছুটা কম। তবে অ্যারোমাথেরাপি, খাবারে ফ্লেভারিং এজেন্ট ও সাবান ও কসমেটিক্সে ক্ল্যারি সেজের ভালই চাহিদা। হালকা মিষ্টি সুগন্ধই নয় ভেষজ গুনেও পরিপূর্ণ এই ক্ল্যারি সেজ।