চীন: করোনার উৎস সন্ধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে WHO, দাবি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার সমালোচনা করলেন চীনের স্বাস্থ্য আধিকারীক। তিনি জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতাশাজনক পরিকল্পনা গ্রহণ করেছে। দ্বিতীয় ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইনে ত্রুটি স্পষ্ট হয়েছে। করোনা ভাইরাসের উৎস নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে WHO –এর। জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস মিনিস্টার জেন ইসিং-এর দাবি, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ চীনা ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়েছিল বলে দাবি করেছিল WHO.
আরও পড়ুন: করোনা ভ্যাকসিন পাচ্ছেন না ভোট আইকনরা
করোনার জন্য পরোক্ষভাবে দোষী করা হয়েছিল চীনকেই। সংস্থার এই ব্যাখ্যা বিশ্বজুড়ে চীনের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেছে বলে অসন্তোষ প্রকাশ করেন চীনা স্বাস্থ্য আধিকারিক। তাঁর বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। WHO করোনার উৎস সন্ধানে সম্পূর্ণ ব্যর্থ। চীনের বিরুদ্ধে গুজব রটাতে এই তত্ত্বকে ব্যবহার করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দাবি করেছেন জেং। যদিও চীনের অভিযোগের উত্তরে করোনা ভাইরাসের চীনা ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বটি প্রাথমিক পর্যায়ের অনুমান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।