তারকাদের উজ্জ্বল ত্বক দেখে রীতিমত ঈর্ষান্বীত হয়ে পড়েন? মেকআপে তো মোহময়ী তাঁরা প্রত্যেকেই তবে মেকআপ ছাড়াও তাঁদের উজ্জ্বল ও দাগছোপহীন ত্বক দেখে দীর্ঘনিশ্বাস ফেলেন আপনি। তারকাদের অনেকেই যাঁরা সুন্দর ত্বকের অধিকারিণী, তাদের মধ্যে দুটো বিষয়ে ভীষণ মিল রয়েছে। এক তাঁরা প্রত্যেকেই প্রচুর পরিমানে জল খান এবং নিজের হাইড্রেটেড রাখেন। এবং দ্বিতীয়টা হল উজ্জ্বল ও নিঁখুত ত্বকের পেতে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করেন এরা সকলেই।
তা সে সবার প্রিয় ‘পুহ’ মানে করিনা কাপুর খান হোন কিংবা দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া! ঘরোয়া উপকরণে তৈরি ত্বকের পরিচর্যায় এই ঘরোয়া টোটকাগুলি ভীষণ কার্যকরী। যেমন-
আমন্ড অয়েল দিয়ে ত্বকের পরিচর্যা করেন করিনা কাপুর খান। এই পরিচর্যা তাঁর মা ববিতা কাপুরের কাছে থেকে পেয়েছেন তিনি ও তাঁর বড় বোন করিশমা কাপুর।
কী ভাবে ব্যবহার করবেন?
এক চামচ টক দইয়ের সঙ্গে দু’চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ৩০ মিনিট মুখে মালিশ করে নিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে দিন। আমন্ড অয়েল ভিটামিন ই সহ প্রচুর ভিটামিন ও অন্যান্য পুষ্টিকর উপাদান আছে। এগুলো ত্বকের রঙ হালকা করতে এবং ত্বকের নানা সমস্যা সারিয়ে তুলতে ভীষণ কার্যকরী।
হলুদ ও বেসন দিয়ে রূপচর্চা
এই দুটি প্রাকৃতিক উপাদান ছাড়া ত্বকের পরিচর্যার কথা ভাবতেই পারেন না পিগি চপস! তাঁর উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য হলুদের ওপর ভীষণ ভাবে নির্ভরশীল প্রিয়ঙ্কা চোপড়া। তাই ত্বকের জৌলুস বজায় রাখতে নিয়মিত হলুদ ও বেসনের তৈরি ফেস প্যাক মুখে লাগান তিনি।
কীভাবে ব্যবহার করবেন
একটি কাঁচের পাত্রে ২ চামচ টক দই, ২ চামচ বেসন ও অর্ধেক লেবুর রস, ২ -৩ ফোঁটা গোলাপ জল ও এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন এই ফেস প্যাক। সব কটি উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। এবং মুখে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। প্রয়োজনে হাতে এবং গলায়ও এই প্যাক ব্যবহার করতে পারেন। কুড়ি মিনিট পর প্যাক ধুয়ে নিন।
নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ফলে হবে নজরকাড়া। তবে ইনস্ট্যান্ট গ্লো পেতেও এই প্যাক দারুণ কার্যকরী। ত্বকের ক্লান্তি মুছে নিমেষে বাড়িয়ে দেবে ত্বকের জৌলুস।