এমনিতে আপনি ভীষণ শান্ত স্বভাবের কিন্তু অগোছালো ঘর দেখলেই মেজাজ একেবারে সপ্তমে চড়ে যায়। ব্যবহারের পর প্রত্যেকটি জিনিস সুন্দর করে নিজ নিজ স্থানে গুছিয়ে না রাখা পর্যন্ত আপনি শান্তি পান না। এমনটা হলে ঘর গুছিয়ে রাখার এই পাঁচটি অর্গানাইজার একেবারে আপনার জন্যেই তৈরি। এই অর্গানাইজারগুলো বেশ বাজেট ফ্রেন্ডলিও। তাই নিজের জন্য তো বটেই গিফ্ট হিসেবে এই অর্গানাইজারগুলো ভীষণ হিট। ছেলে মেয়ে উভয়ের কাজে লাগবে এই অর্গানাইজার। ভাইফোঁটার গিফ্ট হিসেবেও বেছে নিতে পারেন এই অর্গানাইজার।
জুয়েলারি অর্গানাইজার (Jewellery Organiser)
আজকাল ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের জুয়েলারি অর্গানাইজার পাওয়া যায়। তবে সেগুলোর মধ্যে থেকে বাছার সময় দেখে নেবেন যেন হার বা নেকপিস রাখার জন্য হাঙ্গার, এবং দুল, নাকছাবির জন্য ছোট খোপ ও চুরি ও অন্যান্য হ্যান্ড অ্যাকসেসরিজের জন্য বড় খোপ যাতে থাকে। এছাড়া থাকের ব্যবস্থা থাকলে আর ভাল। যেগুলো নিত্য দিনের ব্যবহারের সেগুলো ওপরের থাকে এবং যেগুলো তুলনামূলক কম ব্যবহার হয় সেগুলো নীচের থাকে রাখা যাবে। দেখবেন, মনের মত করে সুন্দরভাবে এই জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন। আর তাড়াহুড়োর সময়ে কানের দুলের গুঁজি হাতড়াতে হবে না।
উডেন ডেস্ক অর্গানাইজার (Wooden desk organiser)
স্টাডি রুমে কাগজপত্র, পেন পেনসিল, ফাইল, স্টেপলার, বই, ম্যাগাজিন, নোটবুক ও ক্যালকুলেটার আরও কত কি, এইসব জিনিসপত্র এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে দেখলেই যে কারও মাথাব্যাথা ধরবে। সেক্ষেত্রে এই উডেন ডেস্ক অর্গানাইজার ভীষণ কাজের। এদিকে দামও তেমন কিছু নয়। প্রয়োজনে আপনার প্রয়োজন অনুয়ায়ী ছোট বা বড় এই উডেন ডেস্ক অর্গানাইজার কিনতে পারেন। কাজের সময় হাতের কাছেই পাবেন সবকিছু। হাতড়াতে হবে না।
টু টিয়ার অর্গানাইজার (Two tier organiser)
বিভিন্ন ধরনের টু টিয়ার অর্গানাইজার আজকাল পাওয়া যায়। বিশেষ করে রান্নাঘর, বাথরুম কিংবা ড্রয়িংরুমে আলাদা আলাদা রকমের এই টু টিয়ার অর্গানাইজের বেছে নিতে পারেন। তবে ড্রয়িংরুমের জন্য কালো রঙের অর্গানাইজার আপনার ড্রয়িং রুমকে আরও সুন্দর করে তুলবে। প্রথম থাকে ইনডোর প্ল্যান্টে বা অ্যার্টিফিসিয়াল প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন, দ্বিতীয় থাকে শোপিস রাখতে পারেন। আপনার ইচ্ছেমত সাজিয়ে নিন তবে কেনার সময় দেখে নেবেন যেন প্রিমিয়াম আয়রণ দিয়ে এই অর্গানাইজার তৈরি করা হয়। এবং রঙের ক্ষেত্রে ইকো গ্রেজ পেইন্ট যেন ব্যবহার করা হয়।
রোজ গোল্ড অর্গানাইজার (Rose gold organiser)
দারুণ দেখতে এই রোজ গোল্ড অর্গানাইজার তাদের জন্য যাঁদের অন্দরসজ্জায় মিনিম্যালিস্ট লুক পছন্দ। মানে অল্পেতেই খুশি। এই অর্গানাইজারে কাগজপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ফোন, চশমা, চার্জার হেডফোন সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে এই অর্গানাইজার খুব ভাল কাজে আসে। আবার জায়গায় কম নেয়। হালকা আপনার ইচ্ছেমত এর জায়গা বদল করতে পারেন।
ফাইল ট্রে (File tray )
আপনার নিত্য প্রয়োজনীয় অফিসের ফাইল কিংবা বাড়ি সংক্রান্ত কাগজপত্র। যাই হোক না কেন খুব সহজেই ভাগ ভাগ করে রাখতে পারবেন। অযথা একগাদা ফাইলপত্রের ভিড়ে প্রয়োজনীয় ফাইলটির জন্য হন্যে হয়ে এদিক ওদিক হাতড়াতে হবে না ।
রোটেটিং কসমেটিক্স অর্গানাইজার (Rotating cosmetics organiser)
এই ধরনের অর্গানাইজারের বিভন্ন কসমেটিক্স শপে দেখে থাকবেন। তবে এগুলো সাজগোজের জিনিসপত্র গুছিয়ে রাখতে সত্যি ভীষণ কার্যকরী। মেকআপ ব্রাশ, লিপস্টিক, নেল পালিশ, আইলাইনার আরও কত কি, সব রকমের জিনিস যাতে সহজেই এই অর্গানাইজারে গুছিয়ে রাখা যায় তার জন্য এতে বিভিন্ন আকারের খোপের ব্যবস্থা রয়েছে।
এই অর্গানাইজারগুলো আপনার গৃহসজ্জায় নতুন মাত্রা যোগ করবে। তা এতগুলো অর্গানাইজারের মধ্যে আপনার পছন্দের কোনটা জানাতে ভুলবেন না কিন্তু।