ত্বকের পরিচর্যায় ইদানীং বিউটি এনফ্লুয়েসারদের দেখাদেখি নতুন করে পিল অফ মাস্ক(peel off mask) ব্যবহার করছেন অনেকেই। ব্যস্ত জীবনে বাড়ি ফিরে সারদিনের ক্লান্তি ও পরিবেশ দূষণের ছাপ মুখ থেকে তুলতে এই পিল অফ মাস্ক নিঃসন্দেহ দারুণ কার্যকরী। এক ঝটকায় মেকআপ জমে থাকা ময়লা যাবতীয় পরিষ্কার হয়ে যায়। কিন্তু জানেন কি এই পিল অফ মাস্ক ব্যবহারের পক্ষপাতি নন চর্ম বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে ত্বক পরিষ্কার করতে গিয়ে আদতে এই পিল অফ মাস্ক ত্বকের ক্ষতি করে অনেক বেশি। যেমন-
স্কিন ব্যারিয়ার নষ্ট করে
পিল অফ মাস্ক ব্যবহারের ফলে স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যায়। ত্বকের একেবারে ওপরের দিকে যে আস্তরণ থাকে তা ত্বকের ভীতরে ধুলো, ময়লা কিংবা জীবাণু সংক্রমণের প্রবেশ ঘটতে দেয় না। এর ফলে ত্বক সুরক্ষিত থাকে। কিন্তু পিল অফ মাস্কের ঘন ঘন ব্যবহারে এই আস্তরণ নষ্ট হয়ে যায়। এর ফলে ব্রণ, ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সহজে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ত্বক।
ত্বক সংবেদনশীল করে তোলে
এর পাশাপাশি পিল অফ মাস্ক টেনে তোলার কারণে যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে জ্বালাভাব, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এছাড়া যাদের ত্বকের আর্দ্রতা কমে যায়। এখানেই শেষ নয় বেশ কিছু পিল অফ মাস্কে পলিভিনিল অ্যালকোহল থাকে। এটা এক ধরনের প্লাস্টিকের আঠা আর এই রাসায়নিক ত্বক কে আরও সংবেদনশীল করে তোলে।
ব্রণ প্রবণ ত্বকে কোনওমতেই পিল অফ মাস্ক চলবে না
ত্বক সংবেদনশীল কিংবা ব্রণ প্রবণ হলে পিল অফ মাস্কের ব্যবহারে নতুন করে ব্রণ ও ফুসকুড়ির সম্ভাবনা বেড়ে যায় আরও কয়েকগুন। এখানেই শেষ নয় অনেক ক্ষেত্রে ব্যবহারের কিছু দিন পর মুখ ড্রাই প্যাচ দেখা দিতে পারে। তাই উপকার কিছ হয় না বললেই চলে। কারণ কোনও পিল অফ মাস্কই রোমকূপের ভিতরে জমে থাকা ময়লা বার করতে পারে না।
তাই এর থেকে বরং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত সাধারণ ফেস মাস্ক ব্যবহার করা অনেক ভাল। এগুলো এমন ভাবে তৈরি হয় যে এগুলো ত্বক পরিষ্কার করে ও ত্বকের স্বাস্থ্য ভাল করে তুলতে সাহায্য করে।
তবে এত কিছু জানার পরও আপনি চটজলদি কাজ সারতে এই পিল অফ মাস্ক-ই বেছে নেন তা হলে অন্তত ওয়্যাক্সিং কিংবা থ্রেডিংয়ের পর এই মাস্ক ব্যবহার করবেন না। কারণ, ওয়্যাক্সিংয়ে ত্বকের মৃত কোষ পরিষ্কার হয়ে নতুন কোষ উপরে উঠে আসে। এর পর যদি আবার পিল অফ মাস্ক ব্যবহার করেন তাহলে ত্বক সংবেদনশীল হয়ে ওঠে। এতে ত্বকের বাইরের ধুলো ময়লা কিংবা জীবাণু সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।