আধুনিক জীবনযাপনের অনিয়ম ও পরিবেশ দূষণের জেরে চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখা সহজ নয়। একদিকে যেমন রয়েছে চুলপড়ার সমস্যা তেমনি আবার বার্ধক্যের ধার না ধরেই চুলের অকালপক্কতার সমস্যায় ভোগেন অনেকেই। যদিও এখন চুলের রং নিয়ে নানা রকমের স্টাইল করতে ভাল বাসেন অনেকেই। তবে এত রঙের ভিড়েও আপনার পছন্দ যদি এক ঢাল ঘন কালো লম্বা চুল হয়, তাহলে চুলের নিত্যদিনের রূপচর্চায় ব্যবহার করুন কারিপাতা। কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-
কারিপাতায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন বি ওয়ান, বি থ্রি এবং বি নাইন থাকে যা চুলে পর্যাপ্ত পুষ্টি জোগাতে খুবই কার্যকরী।
কারিপাতা দিয়ে তেল বানিয়ে ব্যবহার করুন এ ভাবে
নিয়মিত কারিপাতার তেল মাথায় লাগালে চুল পর্যাপ্ত পুষ্টি পাবে এবং চুল কালো ও ঘন হবে।
এভাবে বানিয়ে নিন কারিপাতার তেল
কারিপাতার তেল তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে ১ কাপ নারকেল তেল নিন।
এবার এই তেল হালকা গরম করুন এবং এর মধ্যে এক মুঠো কারিপাতা দিন।
এবার হালকা আঁচে কারিপাতা সমেত তেল ফোটাতে থাকুন। কারিপাতার রং বদলে বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
গ্যাস থেকে নামিয়ে তেল ঠাণ্ডা হতে দিন। তেল ঠাণ্ডা হয়ে গেলে এবং তার পর ছাকনি দিয়ে ছেঁকে নিন।
এই তেল কাঁচের বোতল বা জারে ভরে রেখে দিন সময়মতো চুলে তেল লাগিয়ে নিন।
খুসকির সমস্যায় কীভাবে ব্যবহার করবেন কারি পাতার তেল
খুসকির সমস্যায় কারিপাতার তেলে কর্পুর কিংবা পাতিলেবু মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এই তেল মাথায় ১ থেকে ২ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
কারিপাতা ও দইয়ের হেয়ার প্যাক
কারিপাতার সঙ্গে দই মিশিয়ে দারুণ একটা প্যাক তৈরি করে নিন। এর জন্য একটি পাত্রে এক কাপ দই ও এক মুঠো কারিপাতা নিন।
এই দু’টি উপকরণ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভাল করে পিষে নিন। এবার এই পেস্ট চুলে ভাল করে লাগিয়ে নিন। প্যাক চুলে ঘণ্টাখানেক লাগিয়ে রেখে মাথা ধুয়ে নিন। চাইলে শুধু কারিপাতার পেস্টও ব্যবহার করতে পারেন।
কারিপাতা, আমলকি ও ব্রাহ্মীর হেয়ার প্যাক
এই প্যাক বানানোর জন্য প্রথমে এক মুঠো কারিপাতা পিষে নিন। এবার এতে ২ থেকে ৩ চামচ আমলকি ও ব্রাহ্মীর গুঁড়ো মিশিয়ে নিন।
এই পেস্ট স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। প্যাক ঘণ্টাখানেক মাথায় লাগিয়ে রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুল কালো, ঘন ও মজবুত করে তোলে।