Placeholder canvas
কলকাতা শনিবার, ০৩ মে ২০২৫ |
K:T:V Clock
ঘরের অন্দরসজ্জায় আনুন সবুজের ছোঁয়া
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সুদেষ্ণা নাথ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ০২:১১:৩৬ পিএম
  • / ৭২৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সুদেষ্ণা নাথ

আপনার বাড়ির অন্দরসজ্জায় মুগ্ধ আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সকলেই। বাইরের ব্যস্ত জীবনকে দরজার বাইরে রেখে যখন বাড়ি ফেরেন, মনে মনে নিজের পিঠ নিজেই চাপড়ে নেন। সত্যি খুবই আকর্ষণীয় আপনার বাড়ির অন্দরসজ্জা। তবে ইদানীং যেন কিছু একটার অভাব বোধ করছেন। দামি আসবাবের সঙ্গে মানানসই পেন্টিং আছে, পর্দা, কুশন আরও কত কী। তা হলে একটা প্রশ্ন, সবুজের ছোঁয়া আছে কি আপনার সাধের অন্দরসজ্জায়? না থাকলে জেনে নিন কীভাবে ইন্ডোর প্ল্যান্টের মাধ্যমে  রুক্ষ পরিবেশকে করে তুলবেন আরও সুন্দর ও আকর্ষণীয়। শুধু যে দেখতে সুন্দর তা নয়, ঘরে এই গাছগাছালির ফলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে।  প্রশান্তি আনবে। এ-রকমই বেশ কয়েকেটি ইন্ডোর প্ল্যান্টের সন্ধান রইল আপনার জন্য। কম খরচ ও  অল্প যত্নেই  বাড়ির সাজ ও পরিবেশ হয়ে উঠবে আরও মনোরম।

অ্যারেকা পাম

ঘর সাজাতে অ্যারেকা পামের জুড়ি মেলা ভার। হাউস প্ল্যান্ট হিসেবে বেশ জনপ্রিয় এই ধরনের পাম গাছ। বিশেষ পরিচর্যা ছাড়াই অনায়াসে বড় হয় অ্যারেকা। লম্বা, সরু পাতার এই পাম গাছ ঘরের ভিতর প্রায় ৭ ফিট উচ্চতা পর্যন্ত বাড়তে পারে। বাড়ির বাইরে আরও বড় হয় এই গাছ। এদের উচ্চতা অনেকটাই নির্ভরশীল পাত্রের আকার ও আয়তনের উপর। তবে সরাসরি সূর্যের আলোয় না-রেখে একটু আবডালে রাখুন। রঙ ও জ্বলানিতে থাকা কার্বন মনোঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিকের প্রভাব নষ্ট করতে এটা বেশ কার্যকরী।

স্নেক প্ল্যান্ট

বেডরুম থেকে বাথরুম। বাড়িরে যে কোনও জায়গাকে সতেজ ও সুন্দর করে তোলে এই হাউস প্ল্যান্ট। গাঢ় সবুজ রং ও লম্বা তলোয়ারের মতো সরু পাতায় হাল্কা হলদেটে বর্ডার দেখতেও বেশ ভাল লাগে। বিশেষ পরিচর্যার বালাই নেই। সামান্য সূর্যের আলো ও জল, তাতেই নিজেদের সবুজ রূপ ধরে রাখে এই স্নেক প্যাল্ট।

পুরু জেল ভর্তি অ্যালোভেরার পাতাগুলি যেমন দেখতে সুন্দর, তেমনি বেশ উপকারী।শরীরচর্চা থেকে রূপচর্চা অ্যালোভেরা পাতার এই জেলের জবাব নেই। এরও বিশেষ পরিচর্যার প্রযোজন নেই। শুধু ঘরের যেখানে ভালো সূর্যের আলো ঢোকে সেখানে রাখলেই হবে। আরে মাঝে-মাঝে যখন মাটি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে। আয়ুর্বেদে অ্যালোভেরার জনপ্রিয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া বাড়ির রং, পরিষ্কারের বিভিন্ন সামগ্রী, কাঠ ও কাগজের সামগ্রী এবং জ্বালানির প্রয়োগে বাতাসে যে ক্ষতিকারক পদার্থগুলি মিশে যায় তা শুষে নিয়ে বাড়ির পরিবেশকে দূষণমুক্ত করে অ্যালোভেরা।

ফার্ন

রুক্ষ-মলিন ঘরের কোণকে মুহূর্তে জীবন্ত করে তুলতে পারে এই গাছ। ফার্নের সবুজ সুন্দর পাতা যখন বেড়ে ওঠে, তখন অত্যন্ত আকর্ষণীয় লাগে। ফার্নের পরিচর্যার ক্ষেত্রে জল খুবই প্রয়োজন। এদের নিয়মিত জল দিতে হয়। গাছের পাতাগুলি বড় হয়ে যেহেতু প্রায় উপচে পড়ে, তাই ছোট জায়গায় না-রেখে একটু খোলামেলা জায়গায় রাখা ভাল। তবে সরাসরি সূর্যের  আলোয় না রাখাই ভাল। এয়ার পিউরিফায়ার হিসেবেও বেশ কার্যকরী এই ফার্ন।

অ্যানথিউরিয়াম বা ফ্লেমিঙ্গো লিলি

বাড়ির অন্দরসজ্জায় একেবারে অন্য মাত্রা যোগ করে এই লিলি। নানা রঙের এই ফুল গাছ দেখতে খুবই সুন্দর। হাওয়ায় ভাস্মান জাইলিন ও অ্যামোনিয়ার মতো রসায়নিক পদার্থ শুষে নিয়ে বাড়ির পরিবেশকে স্বচ্ছ ও সতেজ রাখে।

পিস লিলি

নামের মতোই স্নিদ্ধ, শান্ত দেখতে এই পিস লিলির ফুলগুলি খুবই আকর্ষণীয়। অন্দরসজ্জার জন্য একেবারে আদর্শ। ঘরের নিষ্প্রভ ভাব কাটিয়ে দেয় এই গাছ। গাঢ় সবুজ পাতা চোখের পক্ষেও বেশ আরামদায়ক। বছরের বিশেষ কোনও ঋতুর উপর নির্ভরশীল নয়। প্রয়োজন একটু বাড়তি যত্নের, তবে তা একেবারেই খরচসাপেক্ষ নয়। নিয়মিত জল প্রয়োজন পিস লিলির। প্রয়োজন আছে পর্যাপ্ত সূর্যের আলোর। আর মাঝে-মধ্যে আলতো হাতে  পাতাগুলো হাল্কা হাতে পরিষ্কার করতে হবে। আর প্রয়োজন পড়লে বদল করতে হতে পারে মাটি বা পাত্র।

এই সবগুলিই চিরহরিৎ প্রজাতির গাছ। আপনার ঘরের সঙ্গে মানানসই মাটির টব বা নকশা করা পট ও টেরাকোটার টব বেছে নিন এই গাছগুলির জন্য। আরও সুন্দর এবং সতেজ ও সবুজ হয়ে উঠুক আপনার বাড়ি।

 

 

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

তৃণমূলে কোনও পরিচিত ছিল না, বিজেপিতে দিলীপ ঘোষের জন্য তাঁরা পরিচিতি পেয়েছে
শুক্রবার, ২ মে, ২০২৫
ফের আগুন আতঙ্ক! এবার নিউটাউনে
শুক্রবার, ২ মে, ২০২৫
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলকে নোটিস আদালতের কী হবে এবার? দেখুন বড় খবর
শুক্রবার, ২ মে, ২০২৫
বড়পর্দায় রণবীরের কাপুরের দিদি ঋদ্ধিমার গোপন শুটিং?
শুক্রবার, ২ মে, ২০২৫
থাইল্যান্ডে বিকিনিতে বোল্ড ঊষসী!
শুক্রবার, ২ মে, ২০২৫
ঠোঁটে-ঠোঁট ব্যারিকেট, ভালোবাসার মরশুম রাজ-শুভশ্রীর
শুক্রবার, ২ মে, ২০২৫
গৌতম আদানির ভাইপো প্রণবের বিরুদ্ধে অভিযোগ সেবির
শুক্রবার, ২ মে, ২০২৫
তৃণমূলে যোগ দিচ্ছিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন
শুক্রবার, ২ মে, ২০২৫
আমার সম্পর্কে বিতর্ক তৈরি করে অনেকে TRP বাড়ায়
শুক্রবার, ২ মে, ২০২৫
‘…আমার কী উখড়ে দেবে?’ বোমা ফাটালেন দিলীপ ঘোষ
শুক্রবার, ২ মে, ২০২৫
কারো কারো পেট ব্যথা হচ্ছে, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের
শুক্রবার, ২ মে, ২০২৫
ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, হাওয়া অফিস দিল ‘বড়’ পূর্বাভাস
শুক্রবার, ২ মে, ২০২৫
বড়বাজার অগ্নিকাণ্ডের জের! পুরসভার পক্ষ থেকে গ্রহণ করা হল কড়া পদক্ষেপ
শুক্রবার, ২ মে, ২০২৫
মেধাতালিকায় এবারও কলকাতাকে টেক্কা জেলার মেয়ের
শুক্রবার, ২ মে, ২০২৫
ফের ট্রলিবন্দি মৃতদেহ উদ্ধার
শুক্রবার, ২ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team