হিন্দু ধর্মে তুলসী গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ মানা হয়। পুরাণ অনুযায়ী তুলসী না কী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। এ ছাড়া তুলসী পাতার ঔষুধি গুণও রয়েছে। এমনকী ত্বকের পরিচর্যাতেও দারুণ কাজের তুলসী। তবে ভাগ্য ফেরাতেও দারুন কাজের তুলসী এটা কী আপনার জানা আছে? বাস্তুশাস্ত্রে সংসারে সুখ সমৃদ্ধি থেকে শুরু করে আর কোন কোন কাজে লাগে তুলসী গাছ জেনে নিন-
আর্থিক অনটন
আপনার আলমারি, পার্স বা মানি ব্যাগে তুলসী পাতা রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী না কী টাকা পয়সাকে নিজের দিকে আকর্ষিত করে। তাই এই কাজটা করলে কোনও দিনও সংসারে অর্থের অভাব হবে না।
ব্যবসায় সাফল্য
যাঁদের ব্যবসায় সমস্যা হচ্ছে কিংবা মন্দার অবস্থা চলছে তাঁরা একটি পরিষ্কার পাত্রে অন্তত তিন দিন তুলসীর পাতা জলে ভিজিয়ে রাখুন। তিনদিন পর এই জল আপনার অফিস বা কারখানার প্রধান দরজায় ছিটিয়ে দিন। উপকার পাবেন।
আরও পড়ুন: Marriage & Vastu: কাটছে না বিয়ের খরা?
আর্থিক সমৃদ্ধি
সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রত্যেক শনিবার ১০০গ্রাম কালো ছোলার সঙ্গে ১১ খানা তুলসীর পাতা ও সামান্য কেসর ভাল করে পিষে নিন। এরকম করলে সংসারে আর্থিক স্বচ্ছলতা আসবে।
চাকরিতে পদোন্নতি
চাকরিতে পদোন্নতি পেতে চান? তা হলে প্রত্যেক সোমবার সাদা জামাকাপড় পরে অফিসের বাগানে মাটির তলায় তুলসীর ১৬টা পাতা রাখুন। এরকমটা করলে আপনার পদোন্নতি হবে এবং চাকরি হারানোর ভয়ও থাকবে না।
সংসারে সুখ-শান্তি
সংসারে সুখ-শান্তি বজায় রাখতে বাড়ির রান্নাঘরে একটি পাত্রে কয়েকটা তুলসী পাতা রোজ রাখুন এতে পরিবারের সদস্যদের মধ্যে ভাব ভালবাসা বজায় থাকবে।