শীতের বিদায় বেলায় আপানার চুলের থেকে বিদায় নিয়েছে জেল্লা ও নরম ভাব? কথায় আছে জলে চুন তাজা আর তেলে চুল তাজা৷ তাই মাথায় তেল লাগানো আপনার যতই অপছন্দ হোক না কেন। শীতের শুষ্ক হাওয়ায় রুক্ষ চুলে নতুন প্রান সঞ্চার করতে পারে তেল মালিশ। তবে যতই বাজারচলতি হেয়ার জেল(hair gel) ও হেয়ার সেরামের(hair serum) রমরমা থাকুক না কেন, প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই। আর আরেকটা সুবিধে হল উপকার না মিললেও অন্তত চুলের ক্ষতি হবে না। তাই চুল ভাল রাখতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই পাঁচ রকমের তেলের ওপর। যেমন-
আমন্ড অয়েল (almond oil)
আমন্ড তেলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি ও এসপিএফ ৫। তাই এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলের রক্ষা করে আবার দুমুখো চুলের সমস্যাও থাকে না। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে আমন্ড অয়েল লাগিয়ে দেখুন উপকার পাবেন। প্রয়োজনে ঘরোয়া উপায় চুলের যত্ন নিতে যে প্যাক আছে তাতে দু-তিন ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে দিতে পারেন।
নারকেল তেল (Coconut oil)
ফ্রিজি হেয়ার যাঁদের, একমাত্র তাঁরাই বোঝেন এই চুল সামলানোর ঝামেলা। আর ফ্রিজি হেয়ার হলেই বেড়ে যায় চুলের ভঙ্গুরতা। তাই এই অবস্থায় ভীষণ উপকারী নারকেল তেল। চুলের কিউটিক্যালে পৌঁছে ভিতর থেকে চুলের পুষ্টি ও আর্দ্রতা বজায় রাখে। তাই এই শীতে চুলের জৌলুস ভাল রাখতে ও চুল ঘন ও মজবুত রাখতে মাথায় নিয়মিত নারকেল তেল লাগান।
ক্যাস্টর অয়েল (Castor oil)
প্রচণ্ড শীতে যদি চুল আর্দ্রতা হারায় কিংবা যত্নের অভাবে যদি আপনার চুল পড়া বেড়ে যায় তা হলে মাথায় ক্যাস্টর অয়েল লাগান। শীতকাল মানেই খুসকির সমস্যা। তবে শুধু যে খুসকি থেকে মুক্তি তা নয়, মাথার ত্বকের যাবতীয় সমস্যার সহজ সমাধান করে ক্যাস্টর অয়েল। তবে ক্যাস্টর অয়েল বেশ ঘন, তাই তাই মাথায় লাগানোর সময় নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। তবে ক্যাস্টর অয়েল ব্যবহারের সময় চেষ্টা করবেন যাতে হেয়ার ফলিকলে অর্থাৎ চুলের গোড়া পর্যন্ত এই তেল যেন পৌঁছায়। তা হলে তাড়াতাড়ি উপকার পাবেন। চুল ঘন করতে ও চুল পড়া কমাতে ক্যাস্টর অয়েলের জবাব নেই।
অলিভ অয়েল (Olive oil )
চুলের জৌলুস নিমেষে বাড়িয়ে তুলতে পারে এই তেল। চুলে ও মাথার ত্বক দারুণ ভাবে আর্দ্রতা জোগায় এই তেল। তা ছাড়া অলিভ অয়েলের অ্যান্টি ইনফ্লেমেটরি কার্যকারিতা রয়েছে। মাথার ত্বক ভাল রাখে ও ফ্রিজি হেয়ার থাকলেও চুল ভাল করে। মাথার ত্বকে রক্ত সরবরাহ বাড়িয়ে তুলতে সাহায্য করে। এর ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে।
আর্গান অয়েল (Argan oil)
চুল ভাল রাখতে আগের চারটি তেলের উপকারিতার কথা অধিকাংশ মানুষের জানা। সেই তুলনায় আর্গান অয়েলের জনপ্রিয়তা অনেকটাই কম। তাই বলে কাজে কোন অংশেই কম নয় এই আর্গান অয়েল। হেয়ার গ্রোথের জন্য ও হেয়ার কন্ডিশনিংয় হিসেবে বেশ কার্যকরী এই তেল। বিশেষ করে যাঁদের কোঁকড়ানো চুল তাঁদের হেয়ার স্টাইলিংয়ের জন্য চোখ বন্ধ করে এই তেলে ভরসা করতে পারেন। এ ছাড়া হেয়ার স্টাইলিং ও কালারিংয়ের কারণে চুল ক্ষতিগ্রস্ত হলে সারিয়ে তোলে আর্গান অয়েল।
এ বার আপনার চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য্যে গ্রহণ লাগায় সাধ্যি কার!
(ছবি সৌজন্য: Unsplash)