উপহার হিসেবে হোক কিংবা ঘর সাজাতে আজকাল ব্যাম্বু প্ল্যান্টের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কিন্তু ব্যাম্বু গাছের এই এত জনপ্রিয়তা কেন তা কি আপনার জানা আছে? বাস্তু থেকে শুরু করে ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ একাধিক কারণে এই ব্যাম্বু প্ল্যান্ট মিলেনিয়ালদের মধ্যে বেশ হিট। তাই এই গরমে গৃহসজ্জায় সবুজের ছোঁয়া দিতে ঘর সাজাতে পারেন এই ব্যাম্বু প্ল্যান্ট দিয়ে। বাস্তু শাস্ত্রেও
সৌভাগ্য বৃদ্ধির জন্য ব্যাম্বু প্ল্যান্টের উপকারিতার কথা রয়েছে। তাই শাস্ত্র মতে বাড়িতে এই গাছ রাখা ভাল। তবে এই ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে নিয়ে আসার আগে এর উপকার ও অপকার দু’টোই জেনে নেওয়া ভাল।
ব্যাম্বু প্ল্যান্টের উপকারিতা
ব্যাম্বু প্ল্যান্ট নিয়ে এই যাবতীয় বিষয় বাস্তুশাস্ত্র মতে এখানে বলা হয়েছে। তাই বাড়িতে ব্যাম্বু প্ল্যান্ট লাগানোর আগে অবশ্যই বাস্তুবিদের সঙ্গে কথা বলুন।