ত্বকের পরিচর্যা মানেই খাটনি ও ধৈর্য্যের প্রয়োজন। তবে, এর মানেই একগুচ্ছ প্রসাধন সামগ্রীর কেনা বা ব্যবহার করা নয়। বরং প্রয়োজন নিজের ত্বকের ধরন, সমস্যা বুঝে সঠিক সামগ্রীটি বেছে নেওয়া। তবে এত কিছুর মধ্যে টোনার এমন একটা প্রসাধনী যা সকলেই ব্যবহার করতে পারেন। টোনার শুধু ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতাই জোগায় না বরং ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে তোলে। তবে প্রিজারভেটিভস দেওয়া বাজারের তৈরি টোনার ব্যবহার না করে বরং ঘরোয়া উপায়ে তৈরি করে নিন। এই টোনার ব্যবহার করতে প্রয়োজন শুধু দুটি উপকরণ। পুদিনা পাতা ও জল।
প্রথমে পুদিনা পাতা ভাল করে ধুয়ে নিন।
এরপর এই পাতাগুলো দেড় কাপ জলে দিয়ে ৩ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিন।
ফোটানো হয়ে গেলে পাতাগুলো ছেঁকে নিয়ে ফেলে দিন। আর পুদিনা পাতা ফোটানো জল গ্লাসে ভর্তি ভরে নিন।
ফ্রিজে রেখে নিন। যেহেতু এতে কোনও প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি তাই মিন্ট টোনার ভাল রাখতে ফ্রিজে রেখে দিন। এটা এইভাবে পাঁচদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
এই টোনার থেকে গন্ধ বেরোতে শুরু করলে একই পদ্ধতিতে আবার নতুন টোনার বানিয়ে নিন।
এই টোনার তুলোয় নিয়ে মুখে লাগিয়ে ফেলুন। লাগানো হয়ে গেলে একটু পরে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
আপনার সুবিধে ও ত্বকের প্রয়োজন মতো এই টোনার সকালে বা রাতে ব্যবহার করতে পারবেন।
বাড়িতে বানানো এই মিন্ট টোনারের ক্ষেত্রে সবথেকে ভাল বিষয় হল এটি নন টক্সিক, অর্গ্যানিক, নন জিএমও, প্যারাবেন ফ্রি ও অ্যালকোহল ফ্রি।
ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা জোগানো থেকে শুরু করে দাগ ছোপ দূর করার মতো ত্বকের হাজারো সমস্যার সমাধানে খুবই কার্যকরী এই পুদিনা পাতা।
হরমোনের কারণে আবার অনেক সময় রোদে পুড়ে পিগমেনটেশনের সমস্যা দেখা দেয় অনেকের। এই ক্ষেত্রে পুদিনা পাতার অ্যাস্ট্রিনজেন্ট কার্যকারিতা খুবই কাজে আসে। ত্বকের রোমকূপগুলো থেকে সেবাম ও ব্যাক্টেরিয়া পরিষ্কার করে ত্বককে আরও সুন্দর করে তোলে।
ছবি সৌজন্য: bclinic.com.au