গরমের তীব্র দাবদাহ ও প্যাচ প্যাচে ঘাম থেকে বাঁচতে ঘণ ঘণ স্নান করছেন অনেকেই। সঙ্গে সাবান কিংবা বডিওয়াশ, শ্যাম্পুর বেশি ব্যবহারে দ্রুত আর্দ্রতা হারাচ্ছে ত্বক ও চুল। এই অবস্থায় ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করতে খুব ভাল কাজ করে নারকেল তেল। নারকেল তেলে রয়ছে প্রচুর মাত্রায় ট্রাইগ্লিসারাইড এক ধরণের স্যাচুরেটেড ফ্যাট। অ্যান্টি মাইক্রোবিয়াল কার্যকারিতার পাশাপাশি চুল ও ত্বকের ডিপ ময়শ্চারাইজেশন এই নারকেল তেলের জবাব নেই। তাই এই গরমে ত্বক ও চুলের ময়শ্চারাইজারের ঘাটতি মেটাতে রূপচর্চায় এই ভাবে ব্যবহার করতে পারেন নারকেল তেল।
চুল প্রোটিন দিয়ে তৈরি তাই প্রোটিনের ঘাটতি হলেই ঝরে পড়ে যাবে চুল। তাই যদি বিশেষ কোনও শারীরিক ক্ষমতা ছাড়াই যদি চুল পড়ে তা হলে অবশ্যই নারকেল তেল মালিশ করুন। আর নারকেল তেল দিয়ে তৈরি এই হেয়ার প্যাক কাজে লাগাতে পারেন।
উপকরণ
এবার এই দুটি উপকরণ একটি পাত্রে ভাল করে ফেটিয়ে নিন। দু’টি উপকরণ একে অপরের সঙ্গে ভালভাবে মিশে গেলে এবার এই মিশ্রণ মাথায় লাগিয়ে নিন। তবে মিশ্রণ মাথায় লাগান আগে চুল ভিজিয়ে নিন। ড্যাম্প হেয়ারে এই প্যাক লাগাতে সুবিধে হবে। এই হেয়ার প্যাক ব্যবহারের সময় মাথার ত্বকে যে জায়গাগুলো শুষ্ক ও চামড়া ওঠার সমস্যা থাকবে সেই সব জায়গায় এই মিশ্রণ আরও ঘণ করে লাদান। মিশ্রণটি চুলে ১৫ থেকে ২০ মিনিট পর ইষদুষ্ণ জল ও শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করুন।
বাজার থেকে কেনা লিপ বাম বা স্ক্রাবারের ব্যবহারেও ঠোঁটের লাবণ্য অধরা রয়ে গেলে। বাড়িতেই নারকেল তেল দিয়ে স্ক্রাবার বানিয়ে ফেলুন এভাবে। একটি পাত্রে সমান পরিমাণে নারকেল তেল, মধু ও চিনি ভাল করে মিশিয়ে ঘণ একটা মিশ্রণ তৈরি করে নিন। এবার এটা আঙুলে নিয়ে আলতো করে ঠোঁটের ওপর ডলে নিন। এভাবে মালিশ করার ফলে ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলা যাবে। এই স্ক্রাবারে চিনি এক্সফোলিয়েটারের কাজ করার পাশাপাশি ঠোঁটের রক্ত সঞ্চালন ভাল করে তুলবে। এদিকে নারকেল তেল ও মধু ঠোঁট হাইড্রেট ও ময়শ্চারাইজ করবে।
হাইড্রেটর হিসেবে নারকেল তেলের সুনাম আছে। কিন্তু এই সুনাম কেন তা কি জানা আছে? ভিটামিন ই, নারকেল তেলে ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে নারকেল তেল বেশ শক্তিশালী। কোলাজেনের উত্পাদন বৃদ্ধির পাশাপাশি নারকেল তেল ত্বক পেলব ও নমমীয় করে তোলে। এর ফলে ত্বকে বলি রেখা কিংবা কুঁচকে যাওয়ার সমস্যা থাকে না। তাই এমারজেন্সি ময়শ্চারাইজার হিসেবে এই নারকেল তেল অত্যন্ত কার্যকরী। চটজলদি ত্বক হাইড্রেট করতে ভেজা মুখে দু ফোটা নারকেল তেল দারুণ ভাল কাজ করে।
(ছবি সৌ : Unsplash)