উফ! কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে যেন হাঁফ ধরে যাচ্ছে। অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলেন ছোট্টো একটা বাগান হলে মন্দ হয় না। এতদিন হাতে সময় ছিল না। অভাব রয়েছে জায়গারও। রুফ-টপ গার্ডেনের কথা যে এতদিনে মাথায় আসেনি ঠিক তা নয়। তবে বিষয়টা নিয়ে কোনও না কোনও কারণে এগোতে পারেননি। এই প্রত্যেকটি বিষয়ই যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে দেখে নিন কীভাবে সহজ উপায়ে বাস্তবায়িত করবেন আপনার দীর্ঘদিনের ইচ্ছেটাকে।
প্রথমেই বাগান নিয়ে আপনার চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নিন। কী ধরনের গাছ চাইছেন, আপনার টব পছন্দ না ফ্লাওয়ার বেড। নার্সারিতে যাওয়ার আগেই ঠিক করে নিন। সংখ্যায় কত সেটাও ঠিক করে নিন।এরপর বিল্ডিং ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন। জেনে নিন আপনার ছাদ আপনার চাহিদা মতো বাগান তৈরির ক্ষেত্রে উপযুক্ত কিনা। যা অত্যন্ত প্রয়োজনীয়। ছাদ ওয়াটারপ্রুফ কিনা জেনে নিন।
ছাদে পৌঁছনোর ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার ক্ষেত্রে তা ঠিক কতটা সুবিধাজনক। বাগানের সরঞ্জাম, গাছ , মাটি নিয়ে যাওয়ার জন্য সুগম পথের প্রয়োজন। সেক্ষেত্রে লিফ্ট না থাকলে, কিংবা সরু ও খাঁড়া সিড়ি থাকলে উপর নীচ করতে রীতিমতো সমস্যায় পড়তে হবে।
বাগানের সরঞ্জাম কেনার ক্ষেত্রে গুণমান যাচাই করে নেবেন। বেছে নিন বড় কোনও পাত্র, ড্রাম বা পরিষ্কার করে রাখা রঙের বালতি।
যদি টব বা গামলার বদলে ফ্লাওয়ার বেডস বসানোর কথা ভাবেন তাহলে মাথায় রাখতে হবে যেন কমপক্ষ্যে ১০ইঞ্চি গভীর হয় এই বেডগুলি। এতে পর্যাপ্ত মাটি ও গাছের শিকড়ের জায়গা থাকবে।
ছাদে জলের ব্যবস্থা আছে কিনা দেখে নেবেন। ছাদে বাগান থাকলে সাধারণত মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিশেষ করে গ্রীষ্মকালে সেক্ষেত্রে বার বার জলের প্রয়োজন পড়তে পারে।
পকেটে টান না পড়লে এই সমস্যার সমাধানে স্বয়ংক্রিয় জলের ব্যবস্থা করতে পারেন। তাহলে বার জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং গাছে জল দেওয়ার যে দীর্ঘ সময় প্রয়োজন তার কিছুটা সাশ্রয় হবে।
ছাদের স্টোরেজ স্পেসের দিকেও নজর রাখতে হবে। যাতে সার, মাটি সহ বাগানের প্রয়োজনীয় সরঞ্জামগুলি মজুত রাখার পর্যাপ্ত জায়গা থাকে। এই জিনিসগুলি নিয়ে বার বার উপর নীচ করা চাট্টিখানি কথা নয়। জায়গার অভাব থাকলে একটা ছোট্ট বাক্স রাখার গেলেও অনেকটাই সুবিধে হবে।
এই ব্যবস্থাগুলো সঠিক হলে। এবার নজর দিতে হবে রোপনের মাধ্যমে। রুফটপ বাগানের ক্ষেত্রে বা প্লান্ট বেডের ক্ষেত্রে কোকোপিট অত্যন্ত উপকারী। এই কোকোপিট দীর্ঘসময়ের জন্য জল ধরে রাখে ও তাড়াতাড়ি জমাট বাঁধে না।