বর্ষাকালে বৃষ্টির নোংরা জল, আবহাওয়ার আর্দ্রতা ও পরিবেশ দূষণ কয়েকগুণ বাড়িয়ে তোলে জীবাণু সংক্রমণ। ফলে ত্বকের অবস্থা হয়ে ওঠে তথৈবচ। দেখা দেয় ব্রণ, ফুসকুড়ি সহ একাধিক সমস্যা। আর জৌলুস হারিয়ে একেবারে মলিন হয়ে যায় ত্বক। এই মরসুমে ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে তাই বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন। বর্ষাকালেও মুখের জৌলুস বজায় রাখতে কী কী করতে হবে দেখে নিন-
গ্রিন টি ফেস প্যাক
বর্ষাকালে ত্বকের তারুণ্য ধরে রাখতে গ্রিন টি-র ফেস প্যাক দারুণ কাজের। এই ফেস প্যাক বানাতে একটি পাত্রে ২ চামচ টক দই, ১ চামচ গ্রিন টির গুঁড়ো মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগান। প্যাক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
আপেলের ফেস প্যাক
বর্ষাকালে ত্বক পরিষ্কার রাখতে আপেল ব্যবহার করুন। এর জন্য ছো একটি আপেলের আধখানা টুকরোর সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
আরও পড়ুন: বর্ষাকাল মানেই চুলের বাড়তি যত্নের প্রয়োজন, কী করবেন আর কী করবেন না?
পাকা কলার ফেস প্যাক
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যাইহোক না কেন বর্ষাকালে জীবাণু সংক্রমণের কারণে কয়েরগুণ বেড়ে ওঠে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা। এ ক্ষেত্রে খুবই কাজে পাকা কলার এই ফেস প্যাক। একটি পাত্রে মধু ও পাতিলেবুর রস মিশিয়ে গলা ও মুখে ভাল করে লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে গেলে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
তৈলাক্ত ত্বকের জন্য ফেস প্যাক
ত্বক যদি তৈলাক্ত হয় তা হলে বর্ষাকালে আরও বেড়ে যায় ব্রণর সমস্যা। এই সময় বেসনের এই প্যাক দারুণ কাজের। একটি পাত্রে বেসন, পাতিলেবুর রস, গোলাপ জল ও হলুদ মিশিয়ে মুখে লাগিয়ে নিন।
শুষ্ক ত্বকের জন্য ফেস প্যাক
ত্বক যদি শুষ্ক হয় তা হলে বেসনের সঙ্গে টক দই ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এর ফলে বর্ষাকালে ত্বকের একাধিক সমস্যার থেকে সহজে মুক্তি মিলবে।
কেন ফেসপ্যাকের ত্বকের জন্য এত প্রয়োজনীয়
বর্ষাকালে আবহাওয়ার আর্দ্রতা, ঘাম ও বৃষ্টির নোংরা জলের কারণে জীবাণু সংক্রমণ বেড়ে ওঠে কয়েকগুন। ব্রণ ও একাধিক সংক্রমণের সমস্যা তৈরি হয়। এই অবস্থায় ফেস প্যাক লাগালে মুখ পরিষ্কার থাকে এবং পর্যাপ্ত পুষ্টি পায় ত্বক।
এই বিষয়গুলো মাথায় রাখুন অবশ্যই
তবে শুধু ফেস প্যাক লাগালেই হবে না। ফেস প্যাক মুখে লাগিয় মুখ পরিষ্কার করার পর অবশ্যই টোনার ও ময়শ্চারাইজার লাগান। এটা নিয়মিত করলে ত্বকের জৌলুস বজায় থাকে।
আরও পড়ুন: বর্ষাকালে শরীর সুস্থ রাখতে মেনে চলুন এই বিষয়গুলো