আলো ঝলমলে ও খোলামেলা বাড়ি আপনার পছন্দ। তাই হালফিলের অন্দর সজ্জায় গা ভাসাননি আপনি। দেওয়ালের রং রেখেছেন দুধ সাদা। তবে ঘর যতই খোলা মেলা হোক না কেন যদি সামান্যতম অন্দরসজ্জার ছোঁয়া না লাগে তা হলে একঘেয়েমি আসতে বাধ্য। নিজের হাতেই ঘর সাজিয়ে তুলতে চাইলে বেশ কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। নতুন আসবাবপত্র হোক কিংবা ঘর সাজানোর অন্যান্য জিনিস বাছাই করতে হবে এমন ভাবে যাতে প্রয়োজনের তুলনায় বেশি না হয়ে যায়। ঘর সাজানোর কাজ সহজ করতে কাজে লাগাতে পারেন এই অন্দরসজ্জার এই সব টিপস।
ওয়াল হ্যাঙ্গিং
সাদা দেওয়ালে রঙিন হ্যাঙ্গিং নিমেষে ঘরের চেহারা বদলে দেবে। অ্যাবস্ট্র্যাক্ট আর্ট থেকে শুরু করে ওয়াল্ড লাইফ, নেচার কিংবা ঐতিহ্যপূর্ণ মধুবণি বা অন্যান্য হাতের কাজের ওয়াল হ্যাঙ্গিং আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন। তবে মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচ রাখাই ভাল। ভাল লাগছে বলেই বেশ কয়েকটা কিনে ফেললেন তেমনটা করবেন না। ওয়াল হ্যাঙ্গিয়ের বদলে পেইন্টিং ও ব্যবহার করতে পারেন। আরও ভাল লাগবে। ঘরের ক্লাসি লুকে আপনি মুগ্ধ হবে বাধ্য।
ইন্ডোর প্ল্যান্ট
দুধ সাদা ঘরে ইন্ডোর প্ল্যান্ট, এক কথায় চমত্কার কম্বিনেশন। সাদামাঠা ঘরে সবুজের এই ছোঁয়ায় নিমেষে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। বাড়ির পরিবেশে যে ফ্রেশনেস ও পজিটিভিটি তৈরি হবে দেখবেন এতে আপনার শরীর-মন একেবারে চাঙ্গা হয়ে উঠবে। তবে একটা বিষয় সচেতন থাকতে অযত্নে যেন গাছ নষ্ট কিংবা মরে না যায়। আর এই একটা এমন জিনিনস চাইলে এবং পর্যাপ্ত জায়গা থাকলে আপনি একটা না বরং কয়েকটা গাছ বাড়িতে রাখতে পারেন। ঘরের সৌন্দর্য্যে একই থাকবে।
ল্যাম্প
ঘরের কোনে কিংবা বিছানার পাশের সাইড টেবিলটি ঘরে বেমানান লাগছে এদিকে জিনিসপত্র রাখার কাজেও লাগে। এই টেবিলকে ঘর ছাড়া করার বদলে বরং এর ওপরে একটা কিংবা দু’টো টেবিল ল্যাম্প রেখে দিন। দেখবেন নিমেষে বদলে যাবে ঘরের চেহারা। বিশেষ করে হলুদ আলোর টেবিল ল্যাম্প বাছুন। দেখবেন ঘরের পরিবেশ নিমেষে বদলে গেছে। ঘরের ভীতরের পরিবেশ একইসঙ্গে আকর্ষণীয় ও আরামদায়ক হয়ে উঠেছে।
হোম ডেকরের এই সব আইডিয়া হল বাজেট ফ্রেন্ডলি তবে যদি হাত খুলে খরচা করতে আপানর আপত্তি নেই তাহলে ডিজাইনার রাগস, কিংবা কারপেট দিয়ে ঘর সাজাতে পারেন। কিনতে পারেন দামী পেইনটিং বা শো পিস।
(ছবি সৌ: ideal home)