ত্বকের পরিচর্যার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল ত্বক ময়শ্চারাইজ করা। এই কাজটা নিয়ম মেনে প্রতিদিন না করলে ত্বকের ওপর প্রভাব পড়তে বাধ্য। অকালেই ত্বকে বয়সের ছাপ পড়বে যেমন বলিরেখা, চামড়া কুঁচকে যাওয়া ইত্যাদি। কারণ দির্ঘদিন ধরেই এই ভাবে ক্রমাগত ত্বকে ময়শ্চারাইজারের ঘাটতি হলে ত্বকের ওপরে সুরক্ষার যে স্তর রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক সময় নিয়ম করে প্রত্যেকদিন ময়শ্চারাইজার ব্যবহার করেন ঠিকই কিন্তু পদ্ধতিগত কিছু ভুল থেকে যায়। তাই ময়শ্চারাইজার লাগানোই শেষ কথা নয়। ময়শ্চারাইজার লাগানোর সময় যাতে এই ভুলগুলো না হয় সেই নিয়ে সচেতন হতে হবে। এই নিয়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন ডার্মাফোলিক্স স্কিন অ্যান্ড হেয়ার ট্র্যান্সপ্ল্যান্ট ক্লিনিকের ডার্মেটোলজিস্ট ডাঃ আঞ্চল পন্থ।
View this post on Instagram
ড্রাই স্কিনে সরাসরি ময়শ্চারাইজার মাখা
অধিকাংশ মানুষই ময়শ্চারাইজার লাগানোর ক্ষেত্রে যে প্রথম ভুলটা করেন সেটা হল ভেজা ত্বকের বদলে একেবার শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার লাগানো। এর ফলে ময়শ্চারাইজার কিছুক্ষণ পর শুকিয়ে গেলেই ত্বক রুক্ষ হয় যায়। ভেজা ত্বকে ময়শ্চারাইজার লাগালে ত্বকের ওপর যে জলের স্তর থাকে ময়শ্চারাইজার তা সিল করে দেয়। এর ফলে লং লাস্টিং এফেক্ট হয় ত্বক দেখতে ভাল লাগে। অন্যদিকে শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার লাগালে ত্বক খুব তাড়াতাড়ি আর্দ্রতা হারায় ও কিছুক্ষণ পরেই রুক্ষ ও খসখসে হয়ে যায়।
অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করার পর ময়শ্চারাইজার ব্যবহার না করা
আজকাল বিউটি ওয়ার্ল্ডে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস(active ingredients) এর ব্যবহারের চল শুরু হয়েছে যেমন অ্যক্টিভ চার্কোল, রেটিনল ইত্যাদি। এই সময় যদি চান ত্বক অক্ষত থাকুক তা হলে এই সব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট লাগানোর পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। কারণ ত্বকের নানা রকম সমস্যার সমাধান করে যে সব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেমন গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড, রেটিনল , ভিটামিন সি স্কিন ব্যারিয়ারের ওপর প্রভাব বিস্তার করে। তাই এগুলো ব্যবহারের পর যদি ময়শ্চারাইজার লাগানো না হয় তা হলে ত্বকে লালচে ভাব, স্কিন ইরিটেশন, চুলকুনির মতে সমস্যা হতে পারে এবং তা বাড়ার সম্ভাবনা থাকে।
সঠিক ময়শ্চারাইজারের ব্যবহার না করা
সঠিক ভাবে ময়শ্চারাইজার লাগানোর পাশাপাশি ত্বকের ধরণ অনুযায়ী সঠিক ময়শ্চারাইজার বাছতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ময়শ্চারাইজার বাছুন, আবার শুষ্ক ত্বকের জন্য ক্রিমি ময়শ্চারাইজার ব্যবহার করুণ। আবার অনেকে ভাবেন ত্বক তৈলাক্ত হওয়ায় ময়শ্চারাইজার ব্যবহার করবেন না কিন্তু এটা ভুল ধারণা। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে গেলে ময়শ্চারাইজার বাধ্যতামূলক।
(ছবি সৌ: Unsplash)