বর্ষাকালে কখনও বেমক্কা বৃষ্টি, আবার কখনও রাস্তার ধারে দোকান, ল্যামপোস্টের মাথা চুইয়ে বৃ্ষ্টির জল সোজা আপনার মাথায়। নোংরা জলে চুলের অবস্থা একেবারে তথৈবচ। এমনিতেই বৃষ্টির জল চুলের পক্ষে খুবই ক্ষতিকারক। তার ওপর সেই জলের সঙ্গে রাস্তার ধুলো ময়লা মিশে সমস্যা আরও বেড়ে যায়। এদিকে আবহাওয়ার অতিরিক্ত আর্দ্রতার ফলে চুল জৌলুসহীন হয়ে যায়, চুলের গোড়া আলগা হয়ে চুল ঝরে পরে। কিন্তু আপনি কি এটা জানেন শুধু বৃষ্টির জলেই নয় বরং আপনার কিছু ভুল অভ্যাসের কারণেও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলো কি কি জেনে নিন-
আর বৃষ্টিতে ভিজতে আপনার যতই ভাল লাগুক না কেন? চুল ভাল রাখতে চাইলে যথাসম্ভব বৃষ্টির জল কে এড়িয়ে চলুন।