হাতের নখ যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য কেও সালোঁ বা পার্লারে গিয়ে দামী ম্যানিকিউর করেন কেও আবার নিয়ম করে ঘরোয়া পরিচর্যা করেন, নিত্যনতুন নেল আর্ট বা নেল পেইন্ট করেন। তবে এত কিছুর পরও জানেন কি শুধুমাত্র একটা মাত্র ভুল এই সব যত্ন একেবারে মাটি করে দিতে পারে। সেটা হল ভুল পদ্ধতিতে নখ কাটা ও নখ ফাইল করা। তাই বাড়িতে নখ কেটে ফাইল করার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন।
নখ কাটতে গিয়ে কিউটিক্যাল কেটে ফেলবেন না
বিউটি টিপস কিংবা নেল আর্টের জন্য যদি সোশাল মিডিয়ায় নির্ভরশীল হয় তাহলে নিশ্চই নখ ভাল দেখাতে আপনি হয়ত কিউটিক্যাল কাটেন। যেমনটা সোশাল মিডিয়ায় ভাইরাল বিউটি ভিডিওগুলোতে করে থাকেন ইনফ্লুয়েনসাররা। এদের ফলো করলে আপনি খুব বড় ভুল করবেন। নেল বেড পরিষ্কার রাখতে অনেকেই কিউটিক্যাল কেটে ফেলেন। তবে এই কাজটা করলে নখের বিপদ ডেকে আনবেন। কারণ এই কিউটিক্যাল নখকে সংক্রমণ ও জীবাণুর থেকে নখকে বাঁচিয়ে রাখে। তাই কিউটিক্যাল না কেটে বরং এর আসেপাসে থাকা ত্বকের মৃত কোষ পরিষ্কার করে নিন। এর জন্য কিউটিক্যাল রিমুভার ও কিউটিক্যাল পুশার ব্যবহার করতে পারেন। এতে আপনার পছন্দের মতো নখ পেয়ে যাবেন।
নখের ডগাতেও ভাল করে নেল পালিশ লাগিয়ে নিন
অনেকেই নখে নেল পালিশ লাগান কিন্তু নখের ডগায় নেল পালিশ লাগাতে ভুলে যান। আর এই কারণেই নখ নষ্ট হয়ে যায় কিংবা নখ ভেঙে যায়। তাই নেল পালিশ পড়ার পর টপ কোট লাগানোর সময় আড়াআড়ি নখের ডগায় নেল পেন্ট লাগিয়ে নিন। এতে নখ চট করে খারাপ হয়ে যাবে না এবং দীর্ঘদিন নখ ভাল থাকবে।
জেল নেল পালিশ টেনে তুলবেন না
জেল নেল পালিশ নিজেকে থেকে উঠলে উঠুক কিন্তু আপনি ভুলেও টেনে তুলবেন না। কারণ, এভাবে জেল নেল পালিশ টেনে তোলার সময় আপনি আপনার অজান্তেই নখের একেবারে ওপরের স্তরকেও টেনে তুলবেন। এতে যেমন নখের ক্ষতি হবে তেমন আবার পরের বার নেল পালিশ লাগানোর সময় তা দেখতেও খারাপ লাগবে।
নেল পালিশ লাগানোর আগে ঝাকাবেন না
অধিকাংশ মানুষই নখ পালিশ পড়ার আগে ভাল করে ঝাকিয়ে নেন যাতে ফর্মুলা ও পালিশ মিক্স একে অপরের সঙ্গে ভাল ভাবে মিশে যায়। কিন্তু জানেন কি এতে বরং কাজ হয় উল্টো। এইভাবে ঝাকালে নেল পালিশের মধ্যে বুদবুদ তৈরি হবে। তবে এই বুদবুদ আর নেল পালিশের শিশির ভিতর থাকবে না বরং আপনার নখে দেখা যাবে। বরং যদি ভাল ভাবে নেল পালিশ মিশিয়ে নিতে চান তা হলে নেল পালিশের শিশি হাতের তেলোয় রোল করে নিন। এতে বুদবুদ তৈরি হবে না।
ঘন করে নেল পালিশ লাগাবেন না
নেল পালিশ লাগানোয় যাদের মুন্সিয়ানা রয়েছে তাদের লক্ষ করে দেখবেন তারা নখের ওপর একাধিক প্রলেপ দেয় না। কারণ এটাতে নেল পালিশ ঘেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং এতে নখ দেখতে খারাপ লাগে। বরং নেল পালিশে লাগানোর সময় একেবারে নখের মাঝামাঝি নেল পালিশ লাগান এবং এরপর দুদিকে তুলি বুলিয়ে নিন। এতে সমান ভাবে নখে নেল পালিশ লাগানো যাবে।
নেল পালিশ লাগানোর আগে বেস কোট লাগিয়ে নিন
নানা রকমের নেল পেন্টে কড়া রাসায়নিক থাকে তাই নখে সরাসরি নেল পালিশ না লাগিয়ে বরং আগে নখে বেস কোট লাগিয়ে নিন। এতে নখের স্বাস্থ্য ভাল থাকবে নখ ভঙ্গুর প্রবণ হয়ে পড়বে না। নেল পালিশও দীর্ঘস্থায়ী হবে।
ফাইলিং করার সময় আগে পিছনে ফাইল চালাবেন না
তাড়াহুড়ো করে নখ ফাইল না করাই ভাল। তবে অধিকাংশই নেল ফাইলিংয়ে বেশি সময় দেয় না। আর এর ফলেই নখের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। তাই নখ ফাইল করার সময় আগে পিছনে ফাইল না চালিয়ে বরং পাশাপাশি ফাইল চালান। এতে নখ ভাল থাকবে।
নেল পালিশে নেল রিমুভাবর মেশাবেন না
পছন্দের নেল পালিশ ঘন হয়ে গেলে কম বেশি অনেকেই তা পাতলা করতে নেল পালিশ রিমুভার মিশিয়ে দেন নেল পালিশের শিশিতে। এতে নেল পালিশের রঙও দেখতে কিরকম ঘোলাটে দেখায়। নেল পালিশ তাড়াতাড়ি উঠে যায়। তাই নেল পালিশ ঘন হয়ে গেলে হালকা করতে বেশি না শুধু এক ফোঁটা নেল পালিশ রিমুভার লাগান।
(ছবি সৌ:Unsplash)