কলকাতা: বাস্তুমতে, এমন অনেক কাজ রয়েছে, যেগুলি সূর্য ডোবার পর (After Sunset) একেবারেই করা উচিত নয়। সুর্যোদয় ও সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগস্থল। তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই, সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না। এতে আপনার পরিবারে যেমন সুখ-সমৃদ্ধি থাকবে না, তেমন আর্থিক উন্নতি করতে পারবেন না। জেনে নিন সূর্যাস্তের পর কোন কাজগুলি করবেন না-
সন্ধ্যাবেলা ঘুমাবেন না- অনেকেই সন্ধ্যাবেলাও ঘুমিয়ে থাকেন। শাস্ত্র মতে, সন্ধ্যাবেলা ঘুমাতে নেই। কারণ এর ফলে তাঁদের বয়স কমে। পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে। আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধ্যাবেলা লক্ষ্মীর আগমন ঘটে, এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান।
সূর্যাস্তের পর বাড়িতে ঝাট দিতে নেই- সূর্যাস্তের পর কখনও বাড়িতে বা উঠোনে ঝাট দিতে নেই। কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘর ঝাট দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়।
চৌকাঠে বসবেন না- সন্ধ্যাবেলা কখনও বাড়ির চৌকাঠে বসতে নেই। কারণ এই সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধ্যাবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান।
তুলসী স্পর্শ করবেন না- হিন্দু শাস্ত্র অনুযায়ী, সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই। শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না-মানলে সেই পরিবারে দারিদ্র ও দুর্ভাগ্য নেমে আসে। এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেওয়াও উচিত নয়।
আরও পড়ুন:বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
বাড়ির প্রধান দরজা বন্ধ রাখবেন না- সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না, সবসময় খোলা রাখুন। এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে। তাই যদি দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেবী প্রবেশ করবেন না, আপনার ঘরে লেগে থাকবে অর্থ সঙ্কট।
সূর্যাস্তের পর দান করবেন না- শাস্ত্র মতে, সূর্যাস্তের পর কখনও কিছু দান করা উচিত নয়, বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন। জ্যোতিষ শাস্ত্র মতে, দুধ দান করা শুভ। কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা উচিত নয়। সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত। এর ফলে লক্ষ্মী-নারায়ণ রেগে যান। এমনকি আর্থিক লোকসান হয়। আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে, শান্তি বজায় রাখে। তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ-সমৃদ্ধি দূর হয়।