আধুনিক জীবনযাপনের সাইড এফেক্ট হল ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়া। তাই কম বেশি সকলেই এই সমস্যার সহজ সমাধান খোজেন আর এই কাজটা করতে গিয়েই বিশ্বাস করে বসেন ওজন কমানো নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণার ওপর যেমন-
ভ্রান্ত ধারণা: ফ্যাটযুক্ত খাবার খেলে ওজন বাড়ে
বাস্তব: ফ্যাট খেলেই যে ওজন বাড়ে তা ঠিক নয়। বরং ফ্যাট জাতীয় ভুল খাবার খেলে বা অতিরিক্ত খাবার খেলে ওজন বাড়ে। শরীর সুস্থ রাখতে ফ্যাটেরও প্রয়োজন আছে। তবে এই ফ্যাট শরীরের চাহিদা বুঝে এবং ভাল মানের খেতে হবে।
ভ্রান্ত ধারণা: দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেলে পেটে জ্বালা ধরতে পারে
বাস্তব: দুধ বা দুগ্ধ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খনিজ পদার্থ থাকে এবং অ্যাক্টিভ কমপাউন্ড থাকে। যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও নানা রকমের ফ্যাট ও প্রোটিন। তবে এগুলির অনুপাত এক একটি খাবারে এক একরকমের।
ভ্রান্ত ধারণা: কমলালেবুর রসে অনেক বেশি মাত্রায় চিনি থাকে
বাস্তব: বাড়িতে কমলালেবুর রসে যে পরিমাণ চিনি থাকে, ফলেও একই পরিমাণ চিনি থাকে যদি বাড়তি চিনি যোগ করা না হয়ে থাকে। তাই কমলালেবুর টাটকা রস খাওয়া ভাল। তবে দোকান থেকে কেনা ফলের রসে অবশ্য চিনি মেশানো থাকে। যা একটা কমলালেবুতে থাকা প্রাকৃতিক চিনির(আট গ্রাম) পরিমাণের থেকে বেশি।
ভ্রান্ত ধারণা: ডিমের কুসুম ক্ষতিকারক
বাস্তব: একগুচ্ছ পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ ডিমের কুসুম। এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে ও বি ১২ এবং খনিজ পদার্থ যেমন ফোলেট, আয়রন এবং রাইবোফ্লেভিন। এর পাশাপাশি একটা ডিমে অন্তত ১৮৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। আর এটা পুরোটাই থাকে ডিমের কুসুমে। তবে এর ফলে রক্তে ক্ষতিকারক কোলেস্টেরল বৃদ্ধি পায় না। এটা হল প্রয়োজনীয় ডায়েটারি কোলেস্টেরল।
ভ্রান্ত ধারণা: কার্বোহাইড্রেট আমাদের মোটা করে
বাস্তব: কার্বোহাইড্রেট কিংবা কার্ব আমাদের মোটা বানায় না। তাই এগুলো যে খাবারে পাওয়া যায়, তা খেলে কেউ মোটা হয় না। বরং ক্যালোরিযুক্ত খাবার বেশি খেলে আমাদের ওজন বাড়ে।