চুলপড়া, খুশকি কিংবা চুলের অকালপক্কতা, পুরুষ কিংবা নারী চুল নিয়ে সমস্যায় থাকেন সকলেই। কারণ শুধু পরিবেশ দূষণ বা জেনেটিক কারণেই নয় কোনও শারীরিক সমস্যা কিংবা স্ট্রেসের কারণেও দেখা দিতে পারে চুলের একাধিক সমস্যা। তাই ঠিক কী কারণে চুলের সমস্যা দেখা দিচ্ছে তা যাচাই না করে ইন্টারনেটে চালু কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করলে চুলের বিপদ ডেকে আনবেন। পাশাপাশি চুল নিয়ে ইন্টারনেটে যে সব ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। চুলের পরিচর্যায় এরকমই বহুল প্রচলিত ভ্রান্ত ধারণাগুলির সত্যতা যাচাই করে নিন-
চুলে ক্যাস্টার অয়েল ম্যাজিকের মত কাজ করে
বিজ্ঞানসম্মত কারণ ছাড়াই যে কোনও পরিচর্যা ম্যাজিকের মতো কাজ করে এটা একেবারে চোখ বন্ধ করে মেনে নেবেন না। ক্যাস্টর অয়েলে চুলে কোনও ক্ষতি হবে না ঠিকই তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে দারুণ কাজ করবে তা কিন্তু নয়। তাই চুল পড়ার বা চুলের অন্যান্য সমস্যার পিছনে কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তা জেনে নেওয়া দরকার।
মাথায় পেঁয়াজের রস মাখলে লম্বা হবে চুল
পেঁয়াজের রসে সালফার থাকে এবং এটা চুল পড়া বা অ্যালোপেশিয়ার সমস্যায় কাজে দেয়। এটা এক ধরনের অটোইমিউন সমস্যা। মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষয় হলে চুলের এই ধরনের সমস্যা হতে পারে। তাই বলে অন্যান্য কারণে চুল পড়লে এই সমস্যা হতে পারে।
আরও পড়ুন: Steamed Food: আবহাওয়া পরিবর্তনের সময় হজমের গন্ডগোল থেকে বাঁচতে খেতে পারেন ভাপে তৈরি খাবার
চুল দ্রুত বাড়াতে ঘন ঘন চুল কাটতে হবে
চুল গজায় মাথা থেকে তাই চুল পড়ার সমস্যায় ঘন ঘন চুল কাটলেই যে সমস্যার সুরাহা হবে তা নয়। তবে চুল কাটলে চুল দেখতে কিছুটা বদল হয়।
পাকা চুল টেনে তুললে আরও বেড়ে যায়
চুলের গোড়ায় বা হেয়ার ফলিকলসে এক ধরনের পিগমেন্ট সেল থাকে যে গুলো মেলানিন নামক একটি রাসায়নিক পদার্থ তৈরি করে। এর ফলে চুলের রং কালো থাকে। তবে কোনও শারীরিক সমস্যায় হেয়ার ফোলিকেলে থাকা এই কোষগুলি যখন মেলানিন তৈরি করা বন্ধ করে দেয় তখন চুলে পাক ধরে। তাই পাকা চুলে তুললে পাকা চুল আরও বেড়ে যায় না। এটা বারে আপনা থেকেই মেলানিনের অভাবে।