শীতকালে শুধু কী স্যালাডে আর ডেজার্টে গাজরের হালুয়া খেলে চলবে? স্বাস্থ্য যেমন ভাল রাখে গাজর তেমনই ত্বক ভাল রাখতেও গাজরের ঢের উপকারিতা রয়েছে।বিশেষ করে শীতকালের ঠান্ডা হাওয়ায় ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে গেলে তাতে নতুন প্রাণ এনে দেয় গাজরের তৈরি একাধিক ফেস প্যাক।ত্বকের কোন সমস্যার জন্য গাজরের তৈরি কোন ফেস প্যাক ব্যবহার করবেন জেনে নিন-
ত্বক মোলায়েম রাখতে
গাজর একেবারে মিহি করে পিষে এতে মধু ও কাঁচা দুধ মিশিয়ে দিন। এবার এই পেস্ট মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। এই মিশ্রণ মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিন।
মুখে ব্রণ হলে
শীতকালে মুখে ব্রণর সমস্যা হলে মুলতানি মাটির সঙ্গে গাজরের রস ও গোলাপ জল মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। এই প্যাক ভাল করে মুখে লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিন।
মুখে বয়সের ছাপ পড়লে
ত্বক বয়সের ছাপ পড়লে চালের গুঁড়োর সঙ্গে গাজর পিষে মিশিয়ে নিন। এবার এতে কাঁচা দুধ মেশান।এবার এই তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন মুখে লাগিয়ে নিন।ফেস প্যাক শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নিন।
হারানো উজ্জ্বলতা ফিরে পেতে
গাজর ভাল করে সিদ্ধ করে নিন।এবার এই গাজর সিদ্ধ চটকে নিন। এবার এতে পাতিলেবুর রস ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন।প্যাক শুকিয়ে গেলে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে পাবেন।
ত্বক টান টান রাখতে
স্কিন টান টান রাখতে দইয়ে গাজরের রস বা ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এই ফেস প্যাক শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিন।