একদিকে শীতকালের রুক্ষ ও শুষ্ক আবহাওয়া অন্যদিকে আবার বিয়ের মরসুম। এখনও বাকি ক্রিসমাস ও নিউ ইয়ার ইভ পার্টি। অনুষ্ঠান বাড়িই হোক কিংবা পার্টিতে, আর পাঁচজনের তুলনায় ত্বকের জেল্লা যাতে কম না হয় সেই দিকে নজর রাখতেই হচ্ছে। আর এখানেই প্রমাদ গুনছেন অধিকাংশ মানুষ। এই আবহাওয়ায় ময়শ্চারাইজার লাগিয়েও এমন শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে ত্বক যে ত্বকের আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। সেখানে ত্বকের জেল্লা বজায় রাখা তো দুরস্ত! তবে এরও উপায় আছে, যতই হাড় কাঁপানো শীত পড়ুক না কেন আর্দ্রতা ধরে রেখে ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলতে হাইড্রা ফেসিয়াল ভীষণ কাজের-
এই হাইড্রা ফেসিয়াল (hydra facial)কী
নাম শুনেই বোঝা যাচ্ছে ত্বক হাইড্রেটেড রাখতে এই হাইড্রা ফেসিয়াল করা হয়। এই ফেসিয়ালে বিশেষ একটি যন্ত্রের সাহায্যে রোমকূপের ভিতর থেকে ত্বকের মৃত কোষগুলি বার করে পরিষ্কার করা হয়। এরপর ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম লাগানো হয়। এর ফলে ত্বক একেবারে গভীর থেকে পরিষ্কার হয়ে যায় এবং রুক্ষ ত্বক আর্দ্রতা পায়। এই ফেসিয়াল সপ্তাহে দু’দিন করে করা যেতে পারে। তবে এই হাইড্রা ফেসিয়াল করানোর আগে অবশ্যই বিউটি এক্সপার্টদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও পড়ুন: Facial at home: পার্লার গেলে পড়বে পকেটে টান? বাড়িতেই এই ভাবে করে নিন ফেসিয়াল
কীভাবে করা হয় হাইড্রা ফেসিয়াল (hydra facial)