টিভি-র পর্দায় পছন্দের অনুষ্ঠান কিংবা ইউটিউবে পছন্দের ভিডিও, বিজ্ঞাপনের ভিড়ে হায়ালিউরোনিক অ্যাসিড যুক্ত প্রসাধনীর বিজ্ঞাপন একাধিকবার দেখেছেন নিশ্চই। বিজ্ঞাপন নিয়ে বিশেষ মাথা না ঘামালেও কানে রয়ে গেছে এই খটমট নামটি। এই রাসায়নিকের জনপ্রিয়তা এখন এতটাই যে নামীদামি ব্র্যান্ডের প্রসাধন সামগ্রীতে এই হায়ালিউরোনিক অ্যাসিড-ই এখন নতুন চমক। আর হবে নাই বা কেন? নামটা যতই খটমট হোক না কেন, এই পদার্থের গুণের শেষ নেই।
ত্বক সুন্দর রাখতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে
হাইড্রেটেড স্কিন মানেই, সুস্থ ও সুন্দর ত্বক। আমাদের ত্বকের সব স্তরেই সঠিক পরিমাণ আর্দ্রতা বজায় থাকলে তবেই ত্বক সুন্দর দেখাবে। আর ঠিক এই কাজটাই করে হায়ালিউরোনিক অ্যাসিড।
ব্রণর সমস্যা সৃষ্টি করে না হায়ালিউরোনিক অ্যাসিড
এই অ্যাসিড আমাদের ত্বকেই থাকে। তাই কোনও প্রসাধন হিসেবে এই অ্যাসিড ব্যবহার করলে এটা ত্বকের রোমকূপের মুখ আটকে দেয় না। এর ফলে রোমকূপে ধুলো বা ময়লা জমে ব্রণর সৃষ্টি হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তবে হায়ালিউরোনিক অ্যাসিড যু্ক্ত কোনও প্রসাধনের ব্যবহারের করলে অ্যালার্জি টেস্ট করে নেওয়া ভাল।
ত্বকের ধরন যাই হোক না কেন এই অ্যাসিড কাজ করে ভাল
অ্যাসিড শব্দটা শুনে, খুব স্বাভাবিক ভয় লাগতে বাধ্য। তবে না, অন্তত এই রাসায়নিকের ক্ষেত্রে ভয়ের কিছু নেই। তৈলাক্ত, শুষ্ক কিংবা সংবেদনশীল, আপনার ত্বকের ধরন যাই হোক না কেন, এই অ্যাসিডের ব্যবহারে কোনও সমস্যা হবে না। উল্টে বরং ত্বকের স্বাস্থ্য আরও ভাল হবে।
ত্বকের তারুণ্য ধরে রাখবে হায়ালিউরোনিক অ্যাসিড
রোদে পুড়ে যাওয়া বা অন্য কোনও কারণে ত্বক অকালে বুড়িয়ে গেলে কাজে আসতে পারে এই অ্যাসিড। মাত্র দুসপ্তাহের মধ্যেই ত্বককে সারিয়ে তুলতে পারে এটি। কোঁচকানো চামড়া ও বলিরেখা সারিয়ে তুলতে পারে খুব তাড়াতাড়ি। এই অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ফলে ত্বক সহজেই শুষ্ক বা রুক্ষ হয়ে পড়ে না। এবং প্রয়োজনীয় আর্দ্রতা থাকার ফলে ত্বক টানটান থাকে কুঁচকে যায় না। এর ফলে ত্বরে সুন্দর ও সতেজ থাকে। বজায় থাকে ত্বকের তারুণ্য।
কীভাবে নিত্যদিনের সঙ্গী করবেন এই হায়ালিউরোনিক অ্যাসিডকে জেনে নিন-
এই অ্যাসিডে তৈরি সিরাম বা ক্রিম আজকাল সহজেই পাওয়া যায়। তাই সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন। আবার আপনার পছন্দের ময়শ্চারাইজারের সঙ্গে এটা মিশিয়ে মুখে লাগাতে পারেন। রাতে লাগিয়ে শুয়ে পড়ুন। দেখবেন সকালে একেবারে তরতাজা হয়ে উঠেছে আপনার ত্বক।
ছবি সৌজন্য: Loreal Paris