এখন হায়ালিউরোনিক অ্যাসিড(hyaluronic acid), রেটিনলের (retinol) যুগ তাই শিয়া বাটার(shea butter) নিয়ে আর তেমন মাথা ঘামান না কেউই। কিন্তু তাতে কি শিয়া বাটারের গুন তো আর কমে যাবে। রূপচর্চায় শিয়া বাটারের নাম সকলেরই জানা। রুক্ষ ত্বকের আদ্রতা জুগিয়ে ত্বকের হারানো শ্রী ফেরাতে দারুন কাজ করে শিয়া বাটার। কিন্তু শিয়া বাটারের উপকারিতা এখানেই শেষ নয়। পশ্চিম আফ্রিকার শিয়া গাছের নির্যাস এই শিয়া বাটারে ত্বক ভাল রাখতে কেন এত গুরুত্বপূর্ণ জেনে নিন-
সব রকম ত্বকে ভাল কাজ করে শিয়া বাটার
শিয়া বাটারে প্রোটিনের মাত্রা বেশ কম এবং এর ব্যবহারে অ্যালার্জির সমস্যা হয় না। এর ফলে সব রকম ত্বকে শিয়া বাটার ব্যবহার করা যায়। গায়ে মাখলে নিমেষে মিলিয়ে যায় তেলে তেলে বা চটে চটে ভাব থাকে না। তাই তৈলাক্ত ত্বক যাঁদের তাঁদের জন্য একেবার পারফেক্ট ময়শ্চারাইজার হল এই শিয়া বাটার।
ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায়
শিয়া বাটারে যে ফ্যাটি অ্যাসিড রয়েছে তা ত্বকে প্রয়োজনীয় আদ্রতা জোগায় এবং রোমকূপের মুখ বন্ধ করে না। ত্বকের জ্বালাভাব মিটিয়ে আরাম দেয়। ত্বক নরম ও মোলায়েম করে তোলে। শিয়া বাটার খুব তাড়াতাড়ি ত্বকে মিশ যায় ফলে শুষ্ক ত্বকে এটি দ্রুত আর্দ্রতা এনে দেয় এবং ত্বকের স্বাস্থ্য দ্রুত ভাল করে। তাই শীতকালে ত্বক ও ঠোঁট সারিয়ে তুলতে শিয়া বাটার খুব ভাল কাজ করে।
অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতা
শিয়া বাটারের অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতার ফলে ত্বকে ব্রণ ও ফুসকুড়ির মত সমস্যার সৃষ্টি হয় না। পাশাপাশি ফাঙ্গাসের সংক্রমণের সমস্যাতেও এটা কার্যকরী।
নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে
শিয়া বাটারে ভিটামিন এ, ই ও এফ রয়েছে। এই সব ভিটামিন ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তোলে এবং বেড়ে উঠতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে বয়সের ছাপ পড়লে শিয়া বাটার তা সহজেই সারিয়ে তোলে।
বলিরেখা কমাতে সাহায্য করে শিয়া বাটার
শিয়া বাটার কোলাজেনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এর ফলে বলিরেখা ও ত্বকের কুচকানো ভাব অনেকটা কমে যায়। এছাড়াও আবাহাওয়ার তারতম্য কিংবা পরিবেশ দূষণের ফলে ত্বকের সমস্যার সমাধান করে শিয়া বাটার।
ত্বকে দাগ ও স্ট্রেচমার্ক সারিয়ে তোলে
স্কার টিসুর পরিমান অনেকটাই কমিয়ে দেয় শিয়া বাটার। ত্বকের যন্ত নেয় এবং ব্রণর ফলে মুখে দাগছোপ থাকলে তা অনেকটাই কমিয়ে আনে। তাই স্ট্রেচমার্কস থেকে মুক্তি পেতে শিয়া বাটার অবশ্যই ভাল কাজ করে।
শিয়া বাটার সরাসরি ত্বকে লাগিয়ে নিতে পারেন কিংবা উপাদান হিসেবে শিয়া বাটার রয়েছে এমন প্রসাধনী ব্যবহার করতে পারেন।
ছবি সৌজন্য: Unsplash