কলকাতা: কার্শিয়াং বললেই প্রথমে মনে আসে মেঘে ভেজা একটা শহর। পাহাড়ের গায়ে সবুজ মাখা জঙ্গল ও নীল আকাশ, আবার কখনও কুয়াশায় মোড়া এই শহর। উত্তরবঙ্গের এই ছবির মতো শহরটি পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয়। তবে জানেন কি, এর অপর আরেকটি নাম? সেটা হল ‘ল্যান্ড অফ অর্কিড’। কার্শিয়াংয়ের স্থানীয় নাম খার্সাং।
আপনাকে নিয়ে গাড়ি ছুটে চলবে কার্শিয়াংয়ের ভিড়ে ঠাসা হিলকার্ট রোড দিয়ে। এছাড়াও আপনার সঙ্গে সঙ্গী হবে ট্রয়ট্রেনের মরচে পড়া লাইন। কার্শিয়াং স্টেশনের কাছে আসা মাত্রই আপনার গাড়ি হিলকার্ট রোড ধরে দার্জিলিং না গিয়ে ডানদিকের রাস্তা ধরে এগোতে শুরু করবে। আরে ভয় নেই! আপনার ড্রাইভারই আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি যে দার্জিলিং যাচ্ছেন না জেনে, বিষণ্ণভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে হিলকার্ট রোড। মিলিয়ে যাবে বাঁকের আড়ালে। কিন্তু গাড়ি খাড়া পথ বেয়ে ছুটে চলবে কার্শিয়াংয়ের উঁচু পাহাড় ডাওহিলের উদ্দেশে।
আরও পড়ুন: Dengue | Durgapur | বর্ষা পড়তে না পড়তেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, দুর্গাপুরে আক্রান্ত ১৪ জন
কার্শিয়াং থেকে মাত্র ৫.২ কিলোমিটার দূরত্বেই অবস্থিত পর্যটকদের আরেকটি জনপ্রিয় গন্তব্য হল ডাউহিল। এবং দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত হিল স্টেশন ডাউহিল। লোকমুখে প্রচলিত, এটি একটি একটি ভুতুড়ে জায়গা। প্যারানর্মাল ঘটনার কোনও অভাব নেই এই জায়গাকে ঘিরে। তবে একটা কথা না বললেই নয়, কুয়াশা মাখা এই জায়গাটির সৌন্দর্য্য এক কথায় মায়াবী।
ডাউহিলে এখানে রয়েছে দু’টি স্কুল। তার আশপাশের এলাকায় অভিশপ্ত আত্মাদের বসবাস বলে মনে করেন স্থানীয়রা। ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদটির আশেপাশে আছে ব্রিটিশ আমলে তৈরি করা দুটি স্কুল। ডাওহিল রোড থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তার নাম ‘ডেথ রোড’। এই ‘ডেথ রোড’ নাকি অনেক ভৌতিক ঘটনা ও অপমৃত্যুর সাক্ষী। আপনি যদি একটুও ভুতুড়ে বিষয়ে ভয় পান, তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন এই রাস্তা।
বহু বছর আগে এই রাস্তাতেই স্থানীয় কাঠুরেরা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক মুণ্ডহীন বালককে। কাঠুরেদের চোখের সামনে, বালকটি এক ছুটে হারিয়ে গিয়েছিল জঙ্গলে। এই ‘ডেথ রোডে’ অনেকবার নাকি দেখা গিয়েছে বালকটিকে। কথিত আছে, এখানে এসে নিজের জীবন নিজেই শেষ করে দেন বহু মানুষ। নেপথ্যে রয়েছে এক রহস্যময়ী নারী। ডাওহিলে দেখা মেলে ছাই রঙের পোশাক পরা এক নারীরও। সে কিন্তু একা একা ঘুরে বেড়ায় কুয়াশা মাখা আঁকা-বাঁকা পথে, আবার কখনও দেখা পেয়ে যেতে পারেন সারি সারি গাছেদের ফাঁকে ফাঁকেও।